আমাদের কথা খুঁজে নিন

   

আসুন নিয়ে নেই PD PROXY অফিসিয়াল সাইট থেকে। [যারা জানেন তাদের জন্য না]।

আসসালামু-আলাইকুম,
আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার লেখায় ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শিরোনাম দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। যারা PD PROXY সম্পর্কে জানেন তাদের জন্য এই পোষ্ট না।



আসুন শুরু করি।
PD Proxy হচ্ছে এমন একটা Software যেটা দিয়ে আপনি আপনার সিম দিয়ে ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন। আপনি প্রায় সবগুলো সিম দিয়েই এটা চালাতে পারেন। এজন্য আপনাকে আপনার সিমে Pay Per Use সিস্টেমের যে কোন একটা Package চালু থাকতে হবে।
আর Banglalion কেও বাশ দেয়া যায় এই PD PROXY দিয়ে।

কারন বাংলালায়ন মডেমে ডাটা না থাকলেও কানেক্ট করা যায়।
১. আপনি বাংলাদেশের সকল Service Provider কেও বাশ দিতে পারবেন এই PD Proxy দিয়ে। যেমন GP, ROBI, Banglalink, Airtel, Citycell, Teletalk. তাছাড়া Wimax Connection Provider দেরও আপনি বাশ দিতে পারবেন। [আমি নিজে বাশ (দিয়েছি বাংলালায়ন) অন্য জনের একটা মডেম দিয়ে]।
২. এই Software টি সম্পুর্ন বিনা মুল্যে পাবেন।

তাদের অফিসিয়াল সাইট থেকে- PD-Proxy VPN Service
৩. আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন।
৪. এটা আপনার IP address গোপন রাখবে।
১. আপনি প্রতিদিন এটা দিয়ে 100MB এর বেশী ব্যবহার করতে পারবেন না। যদি ব্যবহার করতে হয় তাহলে আপনাকে অধিক Account তৈরী করতে হবে তাদের Website থেকে।
২. Torrent Server সাপোর্ট করে না।

তবে এই সমস্যা দূর করতে আপনি টেকটিউনসে খোজ করে দেখতে পারেন। সমস্যার সমাধান পেয়ে যাবেন।
***আমি কিছু দিনের মধ্যে টেলিটকের 2G/3G এর ফ্রি ইন্টারনেট নিয়ে টিউন করব। আপনারা যারা জানেন এই PD Proxy এর ব্যাপারে তাদের হয়তো মন খারাপ হতে পারে এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন।


ধন্যবাদ সকল টেকটিউনস পরিবারের সকল সদস্যকে।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.