আমাদের কথা খুঁজে নিন

   

নতুন জোট 'ন্যাশনাল ইসলামিক অ্যালায়েন্স'

জাতীয় নির্বাচন সামনে রেখে কয়েকটি সমমনা ইসলামী দল নিয়ে ন্যাশনাল ইসলামিক অ্যালায়েন্স (এনআইএ) নামে আরও একটি জোটের আত্দপ্রকাশ হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে এ জোটে রয়েছে গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট ও পিপলস জাস্টিস পার্টি। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ জোটের ঘোষণা দেন জোটের প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান। মাওলানা হাবিবুর রহমান বলেন, সরকার মুখে ইসলামের কথা বললেও দেশের ওলামায়ে-কেরামের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। অন্যদিকে বিএনপিও ইসলামী দলের দাবিগুলো নিয়ে আন্তরিক নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম খান ও মহাসচিব অ্যাডভোকেট খায়রুল আহসান, পিপলস জাস্টিস পার্টির প্রেসিডেন্ট ব্যারিস্টার ড. এম হায়দার আলী, ছারছিনার পীর মাওলানা শাহ মো. মোস্তাকিমবিল্লাহ সিদ্দিকী, মাওলানা নেজাম উদ্দিন, হাফেজ মাহমুদুল হক, খেলাফত মজলিসের মহাসচিব মো. হুমায়ুন কবির প্রমুখ। দাবির মধ্যে রয়েছে রাষ্ট্র পরিচালনায় খেলাফতে রাশেদার দৃষ্টান্ত অনুসরণ, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির আইন পাস ইত্যাদি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.