আমাদের কথা খুঁজে নিন

   

‘রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইবেন খালেদা’

এই বৈঠকে বিরোধী দলীয় নেতা দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতির ‘হস্তক্ষেপ’ চাইবেন বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ২০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতি ও চলমান সংকট নিরসন নিয়ে বিরোধী দলীয় নেতা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন। আমরা এই সংকটের সমাধান চাই, যাতে দেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়।


বিরোধী দলীয় নেতার সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য সাংসদ এ এন এম শামসুল ইসলাম, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের সভাপতি এএইচএম কামরুজ্জামান খানের নাম বঙ্গভবনে পাঠানো হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, “রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক। চলমান সংকট সমাধানে তার হস্তক্ষেপ চাওয়া হবে। ”
এই বিএনপি নেতা বলেন, “সর্বদলীয় যে সরকার করা হয়েছে তা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিরোধী দলীয় নেতা  নির্দলীয় সরকারের বিষয়ে দলের অবস্থান রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন।


ফাইল ছবি সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এ লক্ষ্যে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তারই অংশ হিসেবে সোমবার নতুন ছয় মন্ত্রী ও দুই জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।
ফাইল ছবি
অন্যদিকে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসা বিএনপি নেতারা বলছেন, সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন না তারা।
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর গত ২৪ এপ্রিল আব্দুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হন।

রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর   আবদুল হামিদের সঙ্গে এবারই প্রথম সাক্ষাৎ করছেন বিরোধী দলীয় নেতা।
এর আগে গত বছর ১১ জানুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি তুলে ধরার পাশাপাশি  নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনা করেন তিনি। তখন বিরোধী দলীয় নেতার সঙ্গী হয়েছিলেন বিএনপির ১৪ জন নেতা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.