আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রপতির শাসনে দিল্লি

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জাননো হয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র গ্রহণ করে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সোমবার এই আদেশ জারি করেন।

কেজরিওয়াল পদত্যাগের সময় বিধানসভা ভেঙে নতুন নির্বাচন দেয়ার অনুরোধ জানালেও তা হচ্ছে না। উপরাজ্যপাল নাজিব জংয়ের সুপারিশ অনুযায়ী দিল্লির বিধানসভা জিইয়ে (সাসপেন্ডেড অ্যানিমেশন) রেখেছেন প্রণব।

দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল বিধানসভায় তুলতে ব্যর্থ হয়ে রাতে গত শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আর এর মধ্য দিয়ে তার আম আদমি পার্টির ৪৯ দিনের শাসনের অবসান ঘটে।

 

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাজনীতিতে আসার এক বছরের মাথায় বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে গতবছর ২৮ ডিসেম্বর দিল্লিতে সরকার গঠন করেছিলেন কেজরিওয়াল।

দুই মাসেরও কম সময় ক্ষমতায় থাকলেও পানির মতো নাগরিক সেবার দাম কমিয়ে, দুর্নীতির অভিযোগে কর্মকর্তাদের বরখাস্ত করে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে গিয়ে, পুলিশের বাধায় দিল্লির রাস্তায় রাত কাটিয়ে এবং ভারতের শীর্ষ রাজনীতিবিদদের নামে দুর্নীতির অভিযোগ আনার মতো নানা নাটকীয়তার জন্ম দিয়ে পুরো সময়টাই আলোচনায় ছিলেন আম আদমি নেতা।     

তার পদত্যাগের পর গত শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের রাজধানী দিল্লিতে রাষ্ট্রপতির শাসন জারির সুপারিশ করে। সে অনুযায়ীই সোমবার ব্যবস্থা নিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

রাষ্ট্রপতির শাসন জারি হলে ছয় মাসের মধ্যে নতুন করে নির্বাচন দেয়ার নিয়ম।

আর বর্তমান পরিস্থিতিতে আলাদাভাবে ভোট না করে আগামী মে মাসে জাতীয় নির্বাচনের সঙ্গেই দিল্লি বিধানসভার ভোট হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.