আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রপতির আহবান

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খান নির্বাচন বর্জনকারী দলগুলোকে সংঘাত ও নৈরাজ্যের পথ পরিহার করে সমঝোতার পথে আসার আহ্বান জানিয়েছেন। দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন, নির্বাচন পদ্ধতি পরিবর্তনের আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কখনো দেশ, সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না। বরং তা রাজনৈতিক পরিবেশকে তমসাচ্ছন্ন করে তোলে। তিনি নির্বাচন বর্জনকারী দলগুলোকে সাম্প্রদায়িক ও সন্ত্রাসী সংগঠনের সংশ্রব ত্যাগ করে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সহায়তার আহ্বান জানান। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সংসদীয় ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত।

রাষ্ট্রপতির এ ভাষণে মূলত সরকারের দৃষ্টিভঙ্গিই প্রতিফলিত হয়। তারপরও দশম সংসদে রাষ্ট্রপতির বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করছে। সবারই জানা, দশম সংসদ নির্বাচনে কোনো বিরোধী দল অংশ নেয়নি। নির্বাচন বর্জনই শুধু নয়, প্রতিহতের ডাক দিয়েছিল তারা। বিরোধী দলের সহিংস প্রতিরোধ সত্ত্বেও সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্ন করার সামর্থ্য দেখিয়েছে।

দশম সংসদ নির্বাচনে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে আবিভর্ূত হলেও রাষ্ট্রপতি তার বক্তৃতায় নির্বাচন বর্জনকারীদের অর্থাৎ নবম সংসদের বিরোধী দলের কথা উল্লেখ করে প্রকারান্তরে জাতীয় রাজনীতিতে তাদের অপরিহার্য অবস্থানের কথা স্বীকার করে নিয়েছেন এবং বৃহত্তর জাতীয় স্বার্থে সংঘাত ও নৈরাজ্যের পথ পরিহার করে সমঝোতার পথে আসার আহ্বান জানিয়েছেন। ঐতিহ্যগতভাবে রাষ্ট্রপতির ভাষণে যেহেতু সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় সেহেতু আশা করা যায়, দশম সংসদের মাধ্যমে গঠিত নতুন সরকার নির্বাচন বর্জনকারীদের সঙ্গে সমঝোতাকে এখনো গুরুত্ব দিচ্ছে এবং তা একটি ইতিবাচক দিক। রাষ্ট্রপতির আহ্বানে দেশের প্রতিটি সুবিবেচনাসম্পন্ন মানুষের প্রত্যাশাই প্রতিফলিত হয়েছে। আমরা এ কলামে বার বার বিরোধী দলের প্রতি একই আহ্বান জানিয়েছি। দশম সংসদ নির্বাচনের পর নির্বাচন বর্জনকারীরা সংঘাত ও নৈরাজ্যের পথ থেকে সরে আসার চেষ্টা করছেন বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে।

আমরা আশা করি, নির্বাচন বর্জনকারীদের পরিবর্তিত ভূমিকাকে সরকার সম্মান দেখাবে এবং তারা যাতে সংলাপে আসার সুযোগ পায় এমন পরিবেশ নিশ্চিত করা হবে। গণতান্ত্রিক ও সাংবিধানিক রাজনীতিকে এগিয়ে নেওয়া এবং অর্থনীতিকে গতিশীল করার স্বার্থে সরকার ও প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি বিএনপির সমঝোতা খুবই প্রাসঙ্গিক। নিজেদের সামর্থ্যের জন্য দম্ভ না করে সরকার সব পক্ষের সঙ্গে আস্থার সম্পর্ক স্থাপনে কাজ করবে আমরা তেমনটিই দেখতে চাই।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.