আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম ধর্মে এত মতভেদ কেন?? কেন বিভ্রান্তি?

শ্বাস-প্রশ্বাসে স্বাধীনতা, চিন্তায় মানবতা...

ইসলাম নিয়ে কেন এত বিভ্রান্তি? একদল বলে ঐটা ঠিক না, এইটা পালন কর। আরেক দল বলে ওরা ভুল পথে যাচ্ছে, এটা অনুসরন করো... কেন? ইসলাম নিয়ে কেন আমাদের মাঝে এত বিভ্রান্তি? কেন এত জটিলতা? কোনটা ছেড়ে কোনটা মানবো? আরে ভাই! সল্যুশান হিসেবে বিদায়ী হজ্বের ভাষণে প্রোফেট মুহাম্মদ(সাঃ) বলে গেছেন, “দুটি জিনিস আঁকড়ে থাকলে তোমরা কখনোই বিভ্রান্ত/পথভ্রষ্ট হবে না। এক কুরআন আর দুই আমার সুন্নতসমূহ।” আমার মতে, কুরআন-হাদিস অনুসরন করে চলাটাই আমাদের একমাত্র করনীয়। এতে মুসলিমদের বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নেই। আমাদের উপর মহান আল্লাহ্‌ তা’আলা অনেক অনেক অনেক দয়া করেছেন। পূর্ববর্তী নবী-রাসূলেরা যেই মুহাম্মদ(সাঃ) এর উম্মত না হতে পেরে আক্ষেপ করেছে আমরা সেই মুহাম্মদ(সাঃ) এর উম্মত। এরপরও যদি, আমরা বিভ্রান্ত হই পথভ্রষ্ট হই তাহলে এই শাস্তি আমাদেরই ভোগ করতে হবে... [লেখক একজন ম্যাঙ্গো মুসলিম, পোস্টে তথ্য বিকৃতি দেখা দিলে অবশ্যই দেখিয়ে দেয়ার অনুরোধ করছি]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.