আমাদের কথা খুঁজে নিন

   

পেন্সিলে আঁকা ছবি প্রদর্শনীঃ শিল্পী শিপু ভাই

সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com

সামু ব্লগে শিপু ভাই এখন অনেক দিন ধরে আর পোষ্ট দেন না। তিনি তার প্রোফাইলে লিখে রেখেছেন, "পক্ষপাতমূলক ও অস্বচ্ছ মডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে..." গত মে মাস থেকে তার আর কোন নূতন পোষ্ট আমরা দেখি নাই! আসলে শিপু ভাই কি কারনে এমন লিখে রাখছেন তা আমার জানা নেই। কারন সামু ব্লগের জন্য শিপু ভাইকে আমার সব চেয়ে বেশী নিবেদিত মনে হত। সামু ব্লগ ছেড়ে শিপু ভাই চলে যাবেন কিংবা সামুতে শিপু ভাই আর লিখবেন না, এটা আমি ভাবতেও পারি না! সামু ব্লগে শিপু ভাই যে ঝড় তুফান জয় করেছেন, তিনি কি করে এত সহজে সামুকে ভুলে যাবেন এটা আমার বোধগম্য নয়! যাই হোক, শিপু ভাই ব্লগে নানান লিখা লিখে বেশ জনপ্রিয় আছেন (এবং আমি খুব খেয়াল করে দেখেছি, তিনি যা করেন সেটাই একটা ভাল কাজ হয়)। তার প্রতিটা ব্লগ দৃষ্টি আকর্ষন করেই।

ব্লগ ফ্লিমের কন্সেপ্টের জন্য তিনি অনুসরনীয় হয়ে থাকবেনই! যার যার কৃতিত্ব তাকেই দেয়া দরকার। সে যাই, আমি ফেইসবুকে শিপু ভাইয়ের ফেন্ড থাকায় তাকে আমি খেয়াল রাখি এবং সম্প্রতি তার পেন্সিলে আঁকা কিছু ছবি দেখে সত্যই অভিভূত। পেন্সিলে তিনি এত ভাল ছবি আঁকতে পারেন এটা আমার মত অনেকের অজানা ছিল, আমিও জানতাম না। চলুন, সামুতে তার আঁকা ছবি গুলোর একটা প্রদর্শনী হয়ে যাক। ছবি ১ ছবি ২ ছবি ৩ ছবি ৪ ছবি ৫ ছবি ৬ ছবি ৭ ছবি ৮ ছবি ৯ ছবি ১০ শিপু ভাই, আপনি আপনার রাস্তায় এগিয়ে চলুন।

সময়কে নিয়ন্ত্রন করুন। এদিক সেদিক না তাকিয়ে আপনি আপনার মত করেই এগিয়ে চলুন। সাফল্য নিশ্চিত। শুভেচ্ছা নিন। আপনারা কি বলেন!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.