আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ জাতীয়তাবাদী জামাত

নিজের জন্য লেখি, নিজের কথা লেখি।

বাংলাদেশে আগে ২ টি দল ছিল, ১- লীগ, আর ২- জামাত। ১জন সন্ত্রাসী এমপিকে রক্ষা করতে যেদিন প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদককে লাথি মেরে দল থেকে বের করে দিয়েছে, সেদিনই BNP-র দল হিসাবে মৃত্যু হয়েছে। এখন জামাত বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পথে। তাহলে দেশে দল থাকলো ১ টা, লীগ।

কিন্তু ১ দলে তো গণতন্ত্র হয় না! এই অবস্থায় BNP ১ টা কাজ করতে পারে। তারা জামাতের সাথে মার্জ করে ১ টা দল গঠন করতে পারে। নতুন দলের নাম হবে “বাংলাদেশ জাতীয়তাবাদী জামাত”। এতে ৩ টি উপকার হবে। ১- BNP নতুন করে দলে পরিণত হবে, ২- জামাত বিলুপ্ত হওয়া থেকে রক্ষা পাবে, ৩- দেশে গণতন্ত্র রক্ষা পাবে।

----- বিএনপি-র এখন কিছুদিন হরতাল না দিয়ে বিক্ষোভ ও জনসংযোগ চালানো উচিৎ। কারন হরতাল দিতে থাকলে দেশে ও বিশেষত দেশের বাইরে BNP আস্থা হারাবে। বিএনপির বিশেষ ভাবে যেটা উচিৎ তা হল জনগণকে “জয়” সম্পর্কে সচেতন করা। কোন ভাবেই আওয়ামীলীগের অধীনে নির্বাচনে না যাওয়া। আওয়ামীলীগের ইলেকশনের ৭/৮ দিন আগে থেকে সর্বাত্মক অসহযোগে যেতে হবে, প্রয়োজনে এজন্য জামাতের সাহায্য নিতে হবে।

কারন এটা জামাতের বাঁচা-মরার প্রশ্ন। আওয়ামীলীগ একবার ইলেকশন করতে পারলে দেশে জাসদ আর লীগ থাকবে। তার কিছুদিন পরে দেশ তিস্তা বাঁধের কারনে মরুভূমি আর রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারনে গাছ শুন্য হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.