আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষসেরা ফুটবলার নির্বাচনে সময় বাড়লো

গোল ডটকম জানিয়েছে, ভোট দেয়া যাবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। এমনকি যারা আগে ভোট দিয়ে ফেলেছিলেন, তারাও সিদ্ধান্ত বদলাতেও পারবেন।
ভোট দেওয়ার পূর্ব নির্ধারিত শেষ সময় ছিল ১৫ নভেম্বর, শুক্রবার। তবে ঐ সময়ের মধ্যে যথেষ্ট ভোট না পড়ায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ফিফার এক মুখপাত্র জানিয়েছে।
তিনি আরো জানান, ইতোমধ্যে যারা ভোট দিয়েছেন, ইচ্ছে করলে তারা তা নতুন করে ভোটও দিতে পারবেন।


বর্ষসেরা ফুটবলার নির্বাচনে ভোট দেন জাতীয় দলগুলোর কোচ, অধিনায়ক ও ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বাছাই করা গণমাধ্যম প্রতিনিধিরা।
ফিফার এই সিদ্ধান্তে এবারের বর্ষসেরা ফুটবলার বেছে নেয়ার ক্ষেত্রে বড় একটা প্রভাব রাখতে পারে। কারণ বর্ষসেরার দৌড়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর গত মঙ্গলবারের দুর্দান্ত 'পারফরমেন্স' ভোটদাতাদের অনেকেই তার পক্ষে টানতে পারে।

এদিন বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের ফিরতি লেগে রোনালদোর অসাধারণ হ্যাটট্রিকের সুবাদে সুইডেনকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে পর্তুগাল। প্রথম লেগে পর্তুগালের জয়ে একমাত্র গোলটিও করেছিলেন ২০০৮ সালে ফিফা বর্ষসেরা রোনালদো।

 
টানা চারবার বর্ষসেরার পুরস্কার বিজয়ী লিওনেল মেসি পায়ের পেশির চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন।     
ফিফার এই সিদ্ধান্তের সমালোচনাও করেছেন অনেকে। কারো মতে, এটা নাকি রোনালদোকে বাড়তি সুবিধা দিতেই করা হয়েছে।
স্পেনের ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোর কর্মী ফ্রান্সেস আগুইলার বলেন, “এই মাসের ১৫ তারিখের মধ্যে বিচারকদের ভোট দেওয়া উচিত ছিল। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের ফিরতি লেগ এর অন্তর্ভুক্ত ছিল না।


“এটা কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত হতে পারে না। এ রকম বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ব্যালন ডি’অরের সম্মানটাকে একটু একটু করে নষ্ট করে ফেলছে ফিফা। ভোট দেওয়ার সময় বাড়ানোর এই সিদ্ধান্ত যে সিআর সেভেনকে বাড়তি সুবিধার জন্যে করা হয়েছে, তা বুঝতে আপনাকে বিশেষজ্ঞ হতে হবে না”, যোগ করেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।