আমাদের কথা খুঁজে নিন

   

মহাখালীতে শিশু খুন, কিশোর আটক

রাজধানীর মহাখালীর কড়াইলের স্যাটেলাইট বস্তিতে জুলেখা আক্তার নামের ছয় বছয় বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে ওই বস্তির এক কিশোরের বিরুদ্ধে।

গতকাল বুধবার বিকেলে বনানী থানার পুলিশ কিশোর রাজু আহমেদ (১৮) নামের ওই কিশোরকে আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে ওই ঘর থেকে শিশু জুলেখার লাশ উদ্ধার করে।

বনানী থানার পুলিশ জানায়, শিশু জুলেখা তার মা-বাবার সঙ্গে কড়াইলের স্যাটেলাইট বস্তিতে থাকত। তার বাবা জসিম সরদার পেশায় রিকশাচালক।

গতকাল সকালে জুলেখাকে ঘরে রেখে মা-বাবা কাজে বাইরে যান। বিকেল তাঁরা বস্তিতে ফিরে শিশু জুলেখাকে পাননি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। এরপর তাঁরা বনানী থানায় গিয়ে এ ঘটনা জানান এবং নিখোঁজ থাকার পেছনে বস্তিবাসী রাজুকে সন্দেহ করে।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশ রাজুকে আটক করেছে।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাজু শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে। রাজু জানায়, সে কিল-ঘুষি ও লাথি মারলে জুলেখা মারা যায়। এরপর লাশটি তার ঘরে রেখে বাইরে থেকে তালা মেরে রাখে। পুলিশ তালা খুলে ওই বাসা থেকে লাশ উদ্ধার করে। পরে মরদেহটি রাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।



গত ১৪ নভেম্বর একই বস্তিতে এক হিজড়া সুমি আক্তার নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.