আমাদের কথা খুঁজে নিন

   

মহাখালীতে বস্তিবাসীর সঙ্গে সংঘর্ষে ৫ আনসার আহত

রাজধানীর মহাখালীতে রাস্তার ওপরে অবৈধভাবে নির্মিত বস্তিঘর ও দোকানপাট উচ্ছেদের অবিযান চলাকালে বিটিসিএল কড়াইল কলোনিতে বস্তিবাসীর সঙ্গে সংঘর্ষে পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন। আজ সোমবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আনসার সদস্যরা হলেন সাইফুল ইসলাম, শিমুল চন্দ, আজিজুর রহমান, ফিরোজ আহমেদ ও শহিদুল ইসলাম। এদের মধ্যে শহিদুলের আঘাত গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বনানী থেকে গুলশানে যাওয়ার পথে বিটিসিএল কড়াইল কলোনির সড়কে অনেক দিন ধরে অবৈধভাবে ঘরবাড়ি ও দোকানপাট বানিয়ে কিছু লোক ব্যবসা করে আসছে। সড়কটি বিটিসিএলের নিজস্ব সম্পত্তি। সোমবার সকালে আনসার বাহিনীর সদস্যরা ঘরগুলো সরাতে গেলে দুই-আড়াই শ লোক হামলা চালায়। তারা ইটপাটকেল ছুড়তে থাকে। এতে আনসারের পাঁচ সদস্য আহত হন।

তবে উল্টো অভিযোগ বস্তিবাসীদের, হঠাৎ করে আনসার সদস্যরা তাদের ঘরবাড়ি উচ্ছেদের অভিযানে নামেন এবং তাদের আক্রমণ করেন। পরে তারা পাল্টা আক্রমণ চালায় বলে দাবী করে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহবুব হাসান  ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। অভিযুক্তদের শনাক্ত করা হবে।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.