আমাদের কথা খুঁজে নিন

   

অক্সফোর্ড অভিধানের বর্ষসেরা শব্দ ‘সেলফি’

২০১৩ সালের সবচেয়ে জনপ্রিয় শব্দ হিসেবে অক্সফোর্ড অভিধানে স্থান পেয়েছে ‘সেলফি’। অভিধানটির সম্পাদকদের বরাতে এক খবরে বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যম ও নিজের ছবি তোলার ক্ষেত্রে যে ইংরেজি শব্দ ব্যবহূত হয় তা থেকেই ‘সেলফি’ শব্দটির উত্পত্তি।
এদিকে, অক্সফোর্ড অভিধানের সম্পাদকেরা জানিয়েছেন, কেবল ২০১২ সালে ইংরেজি ভাষায় এ শব্দের ব্যবহার বেড়েছে ১৭ হাজার শতাংশেরও বেশি। অভিধানে এবছর যুক্ত অন্যান্য শব্দের মধ্যে রয়েছে ‘টোয়্যার্ক’ বা মিলি সাইরাসের নাচের একটি মুদ্রা, ‘বিঞ্জ-ওয়াচ’ যার অর্থ বলা হচ্ছে অতিমাত্রায় টিভি দেখা এবং ‘শ্মিট’ বায়োলোজিকাল টিস্যু থেকে তৈরি কৃত্রিম মাংস।
সম্পাদকের বলেন, প্রায়ই ইংরেজিভাষীদের উদ্ভাবন করা এরকম নানা শব্দ ওয়ার্ড অব দ্য ইয়ার হিসেবে অক্সফোর্ডের অভিধানে স্থান পায়।

আর এসব শব্দ সামাজিক, রাজনৈতিক এবং প্রযুক্তিগত নানা পরিবর্তনের ভিতর দিয়ে বের হয়ে আসে।
অক্সফোর্ড ডিকশনারিজের সম্পাদনা পরিচালক জুডি পারসাল জানান, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো নানাভাবে‘সেলফি’ শব্দটিকে জনপ্রিয় হতে  সাহায্য করেছে।
‘সেলফি’কে অক্সফোর্ড অভিধানে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে, একটি ছবি (আলোকচিত্র) যা নিজেরই তোলা নিজের প্রতিকৃতি, সাধারণত স্মার্টফোন বা ওয়েবক্যামে ধারণ করা এবং যে কোনো সামাজিক মাধ্যমে আপলোড (তুলে দেয়া) করা।
অক্সফোর্ড অভিধান পরিচালিত এক গবেষণায় দেখা গেছে প্রতি মাসে ইন্টারনেটে প্রায় দেড় কোটি বার ইংরেজি শব্দ হিসেবে এটি ব্যবহূত হয়ে আসছে। অক্সফোর্ড অভিধান নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে জনপ্রিয় শব্দ নির্বাচন করে।

অক্সফোর্ড অভিধানের সম্পাদকদের তথ্য অনুযায়ী, ২০০২ এ অ েএকটি অনলাইন ফোরাম প্রথম সেলফি শব্দটি ব্যবহার করেছিল।  

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.