আমাদের কথা খুঁজে নিন

   

স্পিকারের ৩ কমিটির বৈঠকই হয়নি

এসব কমিটি হচ্ছে বিশেষ অধিকার কমিটি, কার্যপ্রণালী বিধি সম্পর্কিত কমিটি এবং পিটিশন কমিটি।
নবম সংসদে চার বছরের বেশি সময় স্পিকারের দায়িত্ব পালন করেন আবদুল হামিদ। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর স্পিকারের দায়িত্বে আসেন শিরীন শারমিন।
তবে আবদুল হামিদের সময় যেমন ওই তিন কমিটির বৈঠক হয়নি, তেমনি দেশের প্রথম নারী স্পিকারের কয়েক মাসের দায়িত্বেও কোনো বৈঠক হয়নি কমিটিগুলোর।
চলতি নবম জাতীয় সংসদ যাত্রা শুরু করে ২০০৯ সালের ২৫ জানুয়ারি।

দেশের সংসদীয় ইতিহাসে এই সংসদেই প্রথম অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনকরা হয়।
বুধবার ১৯তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “এ অধিবেশনই শেষ। ইমার্জেন্সি বা যুদ্ধাবস্থা না হলে অধিবেশন বসবে না। নবনির্বাচিতরা আগামী সংসদে আসবে। ”
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর পর্যন্ত ৫১টি সংসদীয় কমিটি মোট ২ হাজার ১৬টি বৈঠক করেছে।

এসব কমিটিগুলো সাব-কমিটি গঠন করেছিল ১৮২টি, যার বৈঠক হয়েছে ১৮২টি।

তবে স্পিকারের নেতৃত্বাধীন তিনটি কমিটির এই তথ্যের ঘরে ‘শূন্য’ উল্লেখ করা আছে।
ওই তিন কমিটির বৈঠক না হওয়া প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো কমিটি বিধি অনুযায়ী বৈঠকে বসতে না পারলে স্পিকার সচিবকে ওই কমিটি বৈঠক ডাকার নির্দেশ দিতে পারেন।
“এখন স্পিকারের কমিটিই যদি বৈঠক করতে না পারে, তবে কে ওই বৈঠক ডাকবে?”
তিন কমিটির বৈঠক না হওয়ার বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি স্পিকারের দায়িত্ব নিয়েছি বেশি সময় হয়নি। আগের ধারাবাহিকতায় যেটা চলছিল, সে অনুযায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়নি।


কার‌্যপ্রণালী বিধির ২৪৮ বিধিতে বলা আছে, “কোনো কারণে বিধি অনুযায়ী কমিটির বৈঠক আহ্বান করা না হইলে, স্পিকার সচিবকে কমিটির বৈঠক আহ্বানের নির্দেশ দিতে পারিবেন এবং সচিব স্পিকার কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে বৈঠক আহ্বান করিবেন। ”
সংসদীয় রাজনীতি এবং সংসদীয় কমিটির কার্যক্রম বিষয়ক গবেষক নিজাম উদ্দিন আহমেদ আরো বলেন, “সংসদের এই তিনটি গুরুত্বপূর্ণ কমিটির বৈঠক না হওয়া অনভিপ্রেত। স্পিকারের নেতৃত্বাধীন কমিটি যদি বৈঠক না করে তবে ওই কমিটি রাখা কতটুকু যৌক্তিক?”
বিধি অনুযায়ী কার্যপ্রণালী বিধি সংশোধন সম্পর্কে কোনো প্রস্তাব সংসদে এলে স্পিকার তা এ সংক্রান্ত কমিটিতে পাঠাতে পারেন।
সংসদের অষ্টাদশ অধিবেশনে এ সম্পর্কিত একটি নোটিস দিয়েছিলেন আওয়ামী লীগের জুনায়েদ আহমেদ পলক।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রস্তাবটি কমিটি পাঠাতে চাইলেও সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কারণে তা এগোয়নি।


সংসদে অসংসদীয় বক্তব্য বন্ধে সংসদ সদস্যদের জরিমানার বিধান রাখতে কার্যপ্রণালী বিধি সংশোধনের প্রস্তাব দিয়েছিলেন প্রথমবার সংসদে আসা পলক।
সংসদ সদস্য বা সংসদের বিশেষ অধিকার ক্ষুণ্ণ হয়েছে এমন কোনো নোটিস পেলে স্পিকার তা পরীক্ষার জন্য বিশেষ অধিকার কমিটিতে পাঠাতে পারেন।
চলতি নবম জাতীয় সংসদে ১৮টি বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিস জমা পড়লেও তার কোনোটিই কমিটিতে পাঠানো হয়নি।
জাসদের মঈনউদ্দিন খান বাদল সংসদের ফ্লোরে একাধিক দিন বিশেষ অধিকার ক্ষুণ্ন হওয়ার ব্যাপারে সাবেক স্পিকার আবদুল হামিদের দৃষ্টি আকর্ষণ করেন। সরকারদলীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীও এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।


পিটিশন কমিটির মাধ্যমে সংসদের সঙ্গে জনগণের সংযোগের উপায় রাখা হয়েছে। কিন্তু পঞ্চম সংসদ থেকে এখন পর্যন্ত ১৪৯টি পিটিশন জমা পড়লেও গ্রহণ করা হয়েছে মাত্র একটি।
সংসদ সচিবালয়ের পিটিশন কমিটির তথ্য অনুযায়ী, চলতি নবম জাতীয় সংসদে এখন পর্যন্ত ১২টি পিটিশন জমা পড়লেও সেগুলো নিয়ে কোনো বৈঠক হয়নি।
এর আগে চতুর্থ সংসদ পর্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় এবং সংসদের অনিষ্পন্ন কাজ সম্পর্কিত বিষয়ে পিটিশন জমা দেয়ার বিধান ছিল না।
পঞ্চম সংসদ থেকে এ পর্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়ে ১৪৯টি আবেদন জমা পড়ে।

এসব আবেদনের মধ্যে গৃহীত হয়েছে ২০টি। গৃহীত আবেদনের মধ্যে পঞ্চম সংসদে ১৭টি, সপ্তম সংসদে দুটি এবং অষ্টম সংসদের একটি।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর পর্যন্ত সবচেয়ে বেশি বৈঠক করেছে সরকারি হিসাব কমিটি। এ কমিটি বৈঠক করেছে ১৩১টি। এরপরেই সরকারি প্রতিষ্ঠান কমিটি ৯০টি বৈঠক করেছে।


আর সবচেয়ে কম বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, ২১টি।
মোট ৫১টি সংসদীয় কমিটি এ সময়ে মোট ২ হাজার ১৬টি বৈঠক করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.