আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদের পোস্টারে ‘জুতার’ পর খালেদার পোস্টারে অগ্নিসংযোগ

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশের পর বিএনপি চেয়ারপারসনের পোস্টার পোড়ায় জাতীয় পার্টির যুব সংহতির নেতাকর্মীরা।
গত বুধবার নগরীর নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ের সামনে সড়কদ্বীপে এরশাদের একটি পোস্টার লাগানো হয়। পরে ওই পোস্টারে এরশাদের ছবির ওপর জুতার মালা পড়া দেখা যায়।
এর মধ্য দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানকে অসম্মান করা হয়েছে দাবি করে তার প্রতিবাদে সমাবেশ করে যুব সংহতি।
সমাবেশে জাতীয় পার্টির চট্টগ্রাম নগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, প্রচার সম্পাদক নাসির উদ্দিন সিদ্দিকী, যুব সংহতির নগর শাখার সভাপতি আলী এমরান, সাধারণ সম্পাদক আবদুল করিম, সহ-সভাপতি জহির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার রনি বক্তব্য দেন।
পোস্টার পোড়ানোর বিষয়ে নাসির সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে অপমান করায় বিক্ষুব্ধ কর্মীরা বিএনপি চেয়ারপার্সনের পোস্টার পুড়িয়েছে।”
নাসিমন ভবনে পোস্টার বিকৃতি বিএনপির লোকদের কাজ, বলেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।