আমাদের কথা খুঁজে নিন

   

বাকশাল বাকশাল বলে আওয়ামীলীগকে গালী দেওয়া হয়। কিন্তু বাকশালের চেয়ে নোংরা কলঙ্ক আছে বি,এন,পির সেটা জানেন কি।

i love somewhere blog.

আপাতত বাকশাল কি, বাকশাল কত বা কি পরিমাণ খারাপ ছিল সেই বির্তকে যাচ্ছি না। তারপরও বি,এন,পির কথা আনুসারে ধরে নিলাম বাকশাল খুবই খারাপ ছিল। যারা কথায় কথায় বকশাল বকশাল বলে আওয়ামীলীগকে গালীদেন, তাদের কাছে ছোট্ট দুটি প্রশ্ন। ১) একজন সেনা অফিসার সেনা বাহিনীর নিয়ম আর শৃঙ্খলা ভঙ্গ করে, বাংলাদেশের কোন আইনে, বাংলাদেশের সংবিধানের কোনধারায়, কি ভাবে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েছিল? উত্তর দিবে কি? বি,এন,পির কথা আসনুরে বাকশাল একদলীয় শাসন কায়েম করার জন্য করা হয়েছিল মানলাম, কিন্তু জিয়াউর রহমান তো একদলীয় নয় নিজে ব্যক্তিগতভাবে একক ভাবে ক্ষমতা কয়েম করেছে , এটা কি বাকশালের চেয়ে খারাপ না ভাল ছিল উত্তর দিয়ে যাবেন আশাকরি। ২) বাংলাদেশের কোন জাতীয় নির্বাচনে কোন দল সম্পূর্ণ একক ভাবে ৩০০ টি আসনে জয়ী হয়। এর উত্তর নিজে দেখুন এইখানে- Click This Link বি,এন,পি সেই ১৯৯৬ সালে ১৫ ই ফেব্রুয়ারী নির্বাচনে কি ভাবে ৩০০ টি আসনের মধ্যে ৩০০ টি আসন জয়ী হয়েছিল? আমার যতটুকু মনে পড়ে দুনিয়ার কোথাও এই রকম নির্বাচন হয়নি, যেই নির্বাচনে কোন দল ১০০% সবগুলো আসন জয়ী হতে পেরেছিল। যে দল সম্পূর্ণ একক ভাবে ৩০০ টি আসনের মধ্যে ৩০০ একক ভাবে গ্রাস করেছে তা বাকশালের চেয়ে কলঙ্ক আর নোংরাজনক নয় কি? এটা কি একদলীয় শাসন ব্যাবস্থা কয়েম করার প্রমাণ নয় কি?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.