আমাদের কথা খুঁজে নিন

   

অভিমানী বন্ধু



এত অভিমান করেছো ,আসছোনা না আর - এখানে, ভেবে নিশ্চিৎ হয়েছো কি ?দোষ কার? যাদের বিরুদ্ধে শত অভিযোগ- যাদের জন্য বিক্ষোভ গোলাযোগ; যাদের তোমরা অবাঞ্ছিত ভাবো তারাও তো মানুষ একেকজন, তাদেরও আছে আবেগ অনুভূতি মন। তাদেরও আছে ভাললাগা না লাগার স্বাধীনতা তাদের কি তোমরা আঘাত করনি?বাক্যবানে , তাদের চিতায় ,শশ্মাণে তোমাদের নিত্য পরিহাস, বিষম আঘাতে জর্জরিত করে করেছো আনন্দ উল্লাস। যেখানে তোমাদের অবাধ বিচরণ, গল্পে ছন্দে মুখরিত সারাক্ষণ; সেখানে কেন বিভেদের জ্বালাতন কেনই বা এত দলাদলি কোন্দল। ক্ষমতার ধ্বজা ধারী যারা বুঝেনা কিছুই স্বার্থ ছাড়া; বিভেদ ছড়িয়ে দেশের মানুষে শাসন শোষণ দূষণ করিছে। আমরা কি সবে তাদেরই মতন? নরনারী আরও যত ভেদাভেদ- চল ভুলে যাইসকল প্রভেদ- কাঁধে কাঁধ মেলাই । ক্ষমার গুণে মহিমান্বিত মনে, দেশের দশের মঙ্গল সাধনে, কাজ করে যাই আপন মনে। সুন্দরের প্রতীক্ষায়! অশুভরা সব দূর হয়ে যাক- শুভ বারতায় দেশ ভরে যাক---- কষ্ট গুলো লুকিয়ে রাখি আনন্দগুলো থাক জুড়ে থাক।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।