আমাদের কথা খুঁজে নিন

   

একটি জিজ্ঞাসামুলক পোস্ট: সামু কি আমাদেরকে পাশে চায় না?

বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ

সামুতে একটা পোস্ট দিয়েছিলাম, হাম্বা দাঁতাল শুওরগুলো ঝাঁপিয়ে পড়েছিলো। ঘন্টা খানেক পরে লগ আউট হয়ে ঘুমুতে গেলাম। বিকেলে লগ ইন করে দেখি পোস্ট ড্রাফট করে ফেলেছে। ফিডব্যাকে যেয়ে একটা ইমেইল করলাম যে কি কারনে আমার পোস্ট ড্রাফট করা হয়েছে। যদি কোন নীতিমালা ভঙ্গ করে থাকি তাহলে মাথা পেতে ক্ষমা স্বীকার করবো।

যদি না করে থাকি তাহলে জবাব পাওয়ার অধিকার নিশ্চয় আমার আছে। আমাকে অটো রিপ্লাই ইমেইলে বলা হলো ৩ কার্য দিবসের ভেতরে আমি উত্তর পাচ্ছি কিন্তু এখনো কোন উত্তর পেলাম না। প্রিয় বন্ধুরা, একটা সাজেশন দেনতো প্লিজ। সামু ব্লগের এমন একপেশে ন্যায় নীতি হীন,আওয়ামী দালালী ব্লগে কাউকে গালি না দিয়ে পোস্ট দিয়েও মডারেশন এর হাত থেকে বাঁচা যাচ্ছে না। এমতাবস্থায় কি করা উচিত? কিন্তু আমরা ইতোমধ্যে দেখেছি, বেগম খালেদা জিয়া কে অশ্লীল ভাষায় সরাসরি গালি দেয়া পোস্ট নির্বাচিত পাতায় প্রকাশ করে সামু যেমন তারর নিরপেক্ষতা হারিয়েছে তেমনি একজন জন নন্দিত তিন বারের প্রধানমন্ত্রীকে তার প্রতিপক্ষ রাজনৈতিক মতাদর্শের মানুষের গালি দেয়াকে উৎসাহিত করেছে।

সে পোস্টকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য আজো সামু ব্লগ কতৃপক্ষের কাছ থেকে কোন ক্ষমা আমি শুনতে পাইনি। আজ যখন দেশে আমরা মানুষের বাক স্বাধীনতা, সংবাদ পত্রের স্বাধীনতা, মানবাধিকার, ব্লগ-ব্লগারস ও অনলাইন এক্টিভিস্টদের স্বাধীনতার জন্য লড়াই করছি তখন আমাদেরই মুখ বন্ধ করে দেয়ার এই হীন প্রচেস্টার বিরুদ্ধে কি করবো ভেবে পাচ্ছিনা। আজ মনে হচ্ছে মানুষ দলীয় স্বার্থের উর্ধ্বে উঠতে পারেনা। দলীয় স্বার্থের কাছে মানুষ দেশের স্বার্থ, জনগনের স্বার্থ, মানবাধিকার, বাক স্বাধীনতা সব কিছু বিকিয়ে দিতে প্রস্তুত। সামু ব্লগও এর বাইরে যেতে পারেনি।

কিন্তু আমার প্রশ্ন অতীতে যেমন করে সামু ব্লগের পাশে ছিলাম ভবিষ্যতেও কি সামু আমাদেরকে পাশে চায় না? আমি একজন অতি নগন্য ব্লগার। আমার খ্যাতি নেই। সেলিব্রেটিও নই। আমি হরদম বাপ-মা তুলে গালি দিতে পারিনা মানুষকে ঐভাবে, যারা প্রতিনিয়ত সামুতে অশ্লীল ভাষায় মায়ের মতো শ্রদ্ধাষ্পদ মহামমতাময়িকে গালি দেয়। আজ তারাই সামুতে দৃপ্ত পদে চলে বেড়ায় আর আমার মতো অতি ক্ষুদ্র, নগন্য সাধারন ব্লগাররা হয় ব্যান, না হয় কমেন্ট ব্যান না হয় পোস্ট ড্রাফটের গ্লানি নিয়ে বারবার সামুতে যায়, সামুকে সচল রাখে, সামুকে ভালোবাসে।

সাধারন ব্লগার হওয়ার কারনে অনেক কিছুই অনেক সময় চেপে রাখি, আবার অনেক সময় চেপে রাখতে পারিনা, দাঁতাল শুওরদেরকেও আমরা গালি দিয়েছি, এমন না যে কখনো কাউকে গালি দেইনি। ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যায়, দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন প্রতিরোধ করতেই হয়। আমাদের প্রতিরোধ হচ্ছে যেমন কুকুর তেমন মুগুরের মতো। তাই আবারো বলে রাখি, "আমিও গেরামের পোলা চু*মারানি গাল দিতে জানি"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.