আমাদের কথা খুঁজে নিন

   

টিভি হাইলাইটস

আজ 'গি্লটার্স'

অভিনেত্রী ও নির্মাতা মাহবুবা ইসলাম সুমী'র উপস্থাপনায় 'গি্লটার্স' প্রচার হবে আজ রাত ১১টায় এসএ টিভিতে। এবারের অনুষ্ঠানের অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেতা সম্রাট। এ অনুষ্ঠানে উঠে এসেছে সম্রাটের অভিনয় জীবনের নানা ঘটনা। জানা যাবে তার নতুন ছবির খবরাখবর। এ ছাড়া তিনি বলেছেন, তার বাবা নায়করাজ রাজ্জাককে নিয়ে নানা গল্প।

এ প্রসঙ্গে সুমী বলেন, 'এ অনুষ্ঠানের মধ্য দিয়ে মিডিয়ার বিভিন্ন স্থানের জনপ্রিয় ব্যক্তিদের উপস্থাপনা করার চেষ্টা করেছি। এ অনুষ্ঠানে উঠে এসেছে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর নানা মজার গল্প। তারই ধারাবাহিকতায় এবারের অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছেন চলচ্চিত্র অভিনেতা সম্রাট।

 

নাটক আগুন পোকা"

পৃথ্বীরাজ ঘোষের রচনায় এবং খান মোহাম্মদ বদরুদ্দীন ও মাসুদ মহিউদ্দিনের পরিচালনায় ধারাবাহিক নাটক 'আগুন পোকা। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-সাদিয়া ইসলাম মৌ, আহমেদ রুবেল, তমালিকা কর্মকার, মাহমুদুল ইসলাম মিঠু, সাদিকা স্বর্ণা, সাঈদ বাবু, শ্যামল।

নাটকটি প্রচার হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে এসএ টিভিতে।

 

ধারাবাহিক সিক্রেট সার্ভিস

মাসুম রেজার রচনা ও আরিফ খানের পরিচালনায় ধারাবাহিক নাটক 'সিক্রেট সার্ভিস'। নাটকটি প্রচার হবে আজ রাত ১০টা ৩০ মিনিটে দেশ টিভিতে।

অভিনয়ে- জামালউদ্দিন হোসেন, পীযুষ বন্দ্যোপাধ্যায়, মিতা চৌধুরী, মামুনুর রশিদ, কেএস ফিরোজ, কল্যাণ, আরফান নিশো, সোহানা সাবা, তানভীর তনু, রিয়া, ফেরদৌসী মজুমদার, শাহরিয়ার শুভ।

মাহিন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ে।

সেখানে থাকা অবস্থায়ই খবর পায় তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। কিন্তু মাহিন প্রায় রাতে তার বাবাকে স্বপ্ন দেখে। বাবা এসে তার দিকে তাকিয়ে থাকে অপলক চোখে। তারপর ঘুরে চলে যায়। যাওয়ার সময় ঘাড় ফিরিয়ে বলে তুই আমার হ্যামলেটের ছায়া।

এমনি চলে নাটকের গল্প।

 

নাটক 'বৈরী বাতাস'

এটিএন বাংলায় আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'বৈরি বাতাস'। নাটকটি যৌথভাবে রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও সোহান খান। পরিচালনায় জুয়েল মাহমুদ। অভিনয় করেছেন রুনা খান, আমজাদ হোসেন, ম আ সালাম, নাফিজা, লিটু আনাম, আহমেদ রুবেল, গাজী রাকায়েত, চিত্রলেখা গুহ, ডলি জহুর, নওশীন, মৌসুমি বিশ্বাস, মাহমুদুল ইসলাম মিঠু, শশী, টিসা, রহমত আলী, সোহান খান, নিশা, মৌমি, মাশিয়াত, শ্যামল ও আরও অনেকে।

সচরাচর প্রতিটি নাটকে থাকে এক বা একাধিক হিরো চরিত্র। কিন্তু বৈরী বাতাস নাটকে প্রধান চরিত্রের ভূমিকায় আছে কিছু খল চরিত্রের মানুষ।

 

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.