আমাদের কথা খুঁজে নিন

   

জিএসপির অগ্রগতি ১৫ এপ্রিলের মধ্যে দেখাতে 

জিএসপি অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের অগ্রগতি আগামী ১৫ এপ্রিলের মধ্যে দেখাতে হবে বলে জানিয়েছেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবি্লউ মোজেনা। কোন কোন ক্ষেত্রে অগ্রগতি দেখাতে হবে তাও পুনরায় জানিয়েছেন তিনি। রাজধানীর গতকাল সংশোধিত শ্রম আইন বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে মোজেনা বলেন, বাংলাদেশে অগ্রগতির দৃষ্টান্ত তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, ২০১১ সালে বাংলাদেশে একটি ইউনিয়ন নিবন্ধিত হয়েছিল। ২০১২ সালে সরকার একটি ইউনিয়ন নিবন্ধন দেয়। কিন্তু ২০১৩ সাল থেকে চলতি বছরে এখন পর্যন্ত ১০০টি সত্যিকার ইউনিয়নের নিবন্ধন দিয়েছে সরকার। এ থেকে আশার সঞ্চার হয়েছে যে, আগামী দিনে এদেশে অসংখ্য ইউনিয়ন হবে। নারী পরিদর্শক নিয়োগের প্রতি জোর দিয়ে রাষ্ট্রদূত বলেন, পরিদর্শনের ফলাফল জনসমক্ষে প্রকাশে একক ও ব্যবহারের যোগ্য একটি ডাটাবেস প্রস্তুত করতে হবে। শ্রমমান উন্নয়নের ভূমিকা রাখা মালিকদের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ উপেক্ষা করে মুনাফা অর্জন করলে তাজরীন কারখানায় আগুন ও রানা প্লাজা ধসের মতো ঘটনা আরও ঘটবে। এই খাতটি ধ্বংস হলে বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতা করার সামর্থ্যও ধ্বংস হবে। পোশাক খাতে সমস্যা সমাধানের বিষয়ে পরিবর্তনে সব মালিকদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যে মালিকদের সংগঠন বিজিএমইএ'র প্রতি আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে মোজেনা মতিঝিলে ডবি্লউ ডবি্লউ টাওয়ার উদ্বোধন করেন। এ সময় প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসাইন, আনোয়ার হোসেইন, অস্ট্রেলিয়ান হাইকমিশনার, ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু ও মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.