আমাদের কথা খুঁজে নিন

   

পিসিতে রবি সিম দিয়ে পিডি প্রক্সি ব্যবহার করে আনলিমিটেড ফ্রী ইন্টারনেট !!!!!!!!! নতুন টিপস ।।

আস্লামুওলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়াই ভালো আছি । কিছু দিন আগে পিডি প্রক্সি দিয়ে রবি সিমে ফ্রী ইন্তেরনেট চালানর টিপস টা হইত আপনারা জানতে পেরেছেন । কিন্তু ওই টিপস ব্যবহার করে আপনারা ১০০মেগা এর বেশী ডাটা ইউজ করতে পারছেন না ।

এর সমাধান দিতে আমার এই টিউন । আশা করি আপনারা সঠিক ভাবে আমার টিপস টা কাজে লাগাতে পারলে আনলিমিটেড ফ্রী ইন্টারনেট চালাতে পারবেন । এর জন্য যা যা আপনাকে করতে হবে তা নিচে আমি বলবো । এই টিপস ব্যবহার করে আমিও আনলিমিটেড রবি ফ্রী ইন্টারনেট চালাচ্ছি ।
তো শুরু করা যাক ......।


===============================================================================================
১। আপনি পূর্বের টিপস ব্যবহার করে ১০০মেগা শেষ হউয়ার আগেই পিডি প্রক্সি ডিসকানেক্ট করে ফেলুন। [এ ক্ষেত্রে ৯০মেগা ব্যবহার করা উত্তম ]
২। এরপর আপনি যেখান থেকে পিডি প্রক্সি লাঞ্চ করতেন সেখান এ চলে আসুন ।

এসে নিচের পিকচার এর মত কাজ করুন .........

৩। TAP Drivers Uninstall করা হলে পিডি প্রক্সি এর ওই ফাইল গুলা ডিলিট করে ফালুন......।

৪। পুনরাই আবার পিডি প্রক্সি জিপ ফাইল থেকে এক্সত্রাক করে নতুন করে ডেক্সটপ এ /অন্য কোন ড্রাইভ এ রেখেও কাজ করা যাবে।

৫।

এরপর এক্সত্রাক করা ফোল্ডার এ যান । অখান থেকে পিডি প্রক্সি লাঞ্চ করুন ............। । নিচের পিকচার এর মত সম্পূর্ণ নতুন ইনডেক্স দেখাবে ............। ।



৬। এবার আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে এবং সার্ভার এ ডেমো সার্ভার ১ ও প্রটোকল এ ICMP সিলেক্ট করে কানেক্ট দিন। ।

=============================================================================================
========================================================
যদি হেল্প লাগে তাহলে ফেসবুকে আমি আছি হেল্প করার জন্য । ।


এছারা আমার ফেসবুক পেজ লাইক দিয়া একটিভ থাকতে পারেন আরও অন্যান্য পোস্ট দেখতে। । ধন্যবাদ সবাইকে । দেখা হবে আগামি টিউন এ । ।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৬৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.