আমাদের কথা খুঁজে নিন

   

পলিটিক্যাল সার্কাস

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

দেশে এখন পলিটিক্যাল সার্কাস চলছে। শক্তি থাকলেই যে দেখানো উচিৎ না, সে কথা ছোট বেলায় শুনেছি। কিন্তু বর্তমান যামানায় মনে হচ্ছে- এটা ভুল।

শক্তি থাকলে দেখাতে হয়। যেমন 'মহাচোট' সরকার দেখাচ্ছেন। কে মন্ত্রী আর কে মন্ত্রী না বুঝতে পারছি না, আমার অবশ্য বোঝার ক্ষমতা কম। সরকারের কর্মকাণ্ড দেখে এক রকম চোদনা হয়ে গেছি। এর মধ্যে ফখরুল দাদা আশরাফ দাদার সাথে মোলাকাত করছেন বলে খবর।

তাতে কোনো ফল হয়নি বলে হান্নান চাচা আজকে জানিয়েছেন। ওই দিকে তারেক ভাইয়ের সাথে ভাগিনা জয় দেখা করছেন বলে খবরে প্রকাশ। অবশ্য ওই খবরে মিথ্যা বলে প্রধানমন্ত্রীর দপ্তরের ডেপুটি প্রেস সেক্রেটারি খোকন ভাই জানিয়েছেন। বিএনপির পক্ষে এখনো সেরকম নাকচ বা গ্রহণের তথ্য মেলেনি। তবে আলাপ আলোচনায় আমি সন্তুষ্ট।

রাজনীতিতে আলাপের পথ জারি থাকা ভালো এবং উচিৎ। আমরা সবাই এক দেশের মানুষ- একসাথে নিজের দেশ নিয়া ভাবমু(যদিও যার যার আখের গোছানোর ধান্ধা)- এটাই তো চাই। তবুও আলোচনা হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।