আমাদের কথা খুঁজে নিন

   

‘পলিটিক্যাল স্লোগান দাও’

রোববার প্রথম প্রহরে অস্ট্রেলিয়া থেকে ফিরে সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সভায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। নবজাতক নাতনীকে দেখতে বিদেশ গিয়েছিলেন তিনি।
বৃষ্টির মধ্যেই সকাল সাড়ে ১১টায় এই সভা শুরু হয়। মহানগর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতা-কর্মীরা বৃষ্টিতে ভিজেই এতে অংশ নেন।
সভা চলাকালে যুবদল ও ছাত্রদলের কর্মীরা কিছুক্ষণ পরপরই নিজ নিজ সংগঠনের পক্ষে স্লোগান দিচ্ছিলেন।


বিষয়টি দেখে ফখরুল যুবদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীরকে ডেকে বলেন, “এভাবে স্লোগান দেয়া বন্ধ কর। পলিটিক্যাল স্লোগান দাও।
 
“আজকের সমাবেশটি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও তার ছেলের কটূক্তির প্রতিবাদে। এই বিষয়ে একটি স্লোগানও শুনলাম না। নির্দলীয় সরকার ব্যবস্থার দাবি নিয়ে কোনো স্লোগানও নেই।

এটা ঠিক নয়,” অসন্তোষ প্রকাশ করেন বিএনপির মুখপাত্র।
সজীব ওয়াজেদ জয় গত সপ্তাহে এক যুবলীগের এক ইফতার অনুষ্ঠানে ২১ অগাস্ট গ্রেনেড হামলার বিষয় ধরে বলেছিলেন, “আমার মাকে হত্যার জন্য তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন। ”
২০০৪ সালের ২১ অগাস্টের হামলার ওই মামলায় সম্পূরক অভিযোগপত্রে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে আসামি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ছেলের ওই বক্তব্যকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অপপ্রচার’ দাবি করে প্রেসক্লাবে প্রতিবাদ সভা ডাকে ঢাকা মহানগর বিএনপি।
সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এই সমাবেশে ফখরুল ছাড়াও বক্তব্য রাখেন মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, শামীমুর রহমান শামীম, সুলতান সালাহউদ্দিন টুকু, এ বি এম মোশাররফ হোসেন, শিরিন সুলতানা, হাবিবউন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু,  আবদুস সালাম আজাদ, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।