আমাদের কথা খুঁজে নিন

   

ম্যান সিটির গোল-উৎসব

‘লড়াই’ অবশ্য একদমই হয়নি। ঘরের মাঠে টটেনহ্যামকে নিয়ে ‘ছেলেখেলা’ করে ম্যান সিটি জিতেছে বিশাল ব্যবধানে, ৬-০ গোলে। আগের ম্যাচে সান্ডারল্যান্ডের কাছে হেরে যাওয়া ম্যান সিটির ১২ ম্যাচ থেকে সংগ্রহ ২২ পয়েন্ট। টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া টটেনহ্যামের পয়েন্ট ২০। সমান খেলায় ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

রোববার ইতিহাদ স্টেডিয়ামে দর্শকরা ভালোভাবে গুছিয়ে বসার আগেই গোলের দেখা পেয়ে যায় ম্যান সিটি। টটেনহ্যামের ফরাসি গোলরক্ষক হুগো লরিসের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার জেসাস নাভাস। খেলার বয়স তখন মাত্র ১৫ সেকেন্ড! ৩৪ মিনিটে সান্দ্রোর আত্মঘাতী গোলে দ্বিগুণ হয়ে যায় ব্যবধান। ৪১ মিনিটে নাভাসের দারুণ এক পাস ধরে স্কোরলাইন ৩-০ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার স্যার্হিও আগুয়েরো। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আবার আগুয়েরোর উল্লাস।

আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়া ইয়া তোরের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন তিনি। ৫৫ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো নেগ্রেদো এবং ইনজুরি সময়ে নাভাসের দ্বিতীয় গোল বিশাল জয় এনে দেয় স্বাগতিক দলকে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.