আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনের তফসিল ঘোষণা আজ

জাতির উদ্দেশে আজ সোমবার সন্ধ্যায় দেওয়া ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। আজ সোমবার নির্বাচন কমিশনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক কথা জানান সিইসি কাজী রকিবউদ্দীন আহমেদ। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভাষণটি সম্প্রচার করা হবে।  
নির্বাচন কমিশন থেকে প্রথম আলো ডটকমের নিজস্ব প্রতিবেদক জানান, কমিশন সকাল ১০টার দিকে নির্বাচন কমিশনে বৈঠকে বসে। বেলা দুটো পর্যন্ত ওই বৈঠক চলে।

প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য ধারণ করার জন্য সেখানে বিটিভির মহাপরিচালক ম হামিদ আছেন। ভাষণটি রেকর্ডের পর কমিশন আবার বৈঠকে বসবে। দুপুরে নির্বাচনের তফসিল-সংক্রান্ত সিইসির ভাষণ ধারণ করার কথা রয়েছে। সন্ধ্যা নাগাদ ভাষণটি প্রচার করা হবে।
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ গত সপ্তাহের শেষ দিকে জানিয়েছিলেন, আজ দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণা হবে।

এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মহাসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্রগুলো বলছে, বিএনপি আজ তফসিল ঘোষণা না করার জন্য দাবি জানিয়েছে। আর গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনার দুই দলের সমঝোতা চান বলে উল্লেখ করেন। নির্বাচন কমিশনার শাহনেওয়াজের বক্তব্যের সূত্র ধরে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, আজ তফসিল ঘোষণা হবে কি না। উত্তরে তিনি বলেন, শিগগিরই ঘোষণা হবে, তবে কোনো দিন-তারিখ উল্লেখ করেননি।


সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রধান বিরোধী দল নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে আসছে।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.