আমাদের কথা খুঁজে নিন

   

অভিনেতা খলিল অসুস্থ

হাসপাতাল কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, খলিল এখন হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. চন্দ্র প্রকাশের তত্ত্বাবধানে রয়েছেন।
গুরুতর অসুস্থ অবস্থায় খলিলকে শনিবার রাতে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্র্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার ব্রঙ্কিয়াল অ্যাজমা ধরা পড়েছে। লিভার ও কিডনির সমস্যাতেও ভুগছেন খলিল।
অভিনেতা খলিল অনেকদিন ধরেই ফুসফুস, লিভার ও কিডনির সমস্যায় ভুগছেন।

এর আগে ২০১১ সালে গুরুতর অসুস্থ অবস্থায় একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন খলিল।


খলিল ৫৪ বছর ধরে প্রায় আটশ’ সিনেমাতে অভিনয় করেছেন। টিভি নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা খলিল ১৯৫৯ সালে জহির রায়হান পরিচালিত ‘সোনার কাজল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র যাত্রা শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হল ‘প্রীত না জানে রীত’, ‘সংগম’, ‘ভাওয়াল সন্ন্যাসী’, ‘ক্যায়সে কঁহু’,  ‘জংলি ফুল’, ‘আগুন’, ‘পাগলা রাজা’, ‘মিন্টু আমার নাম’, ‘ওয়াদা’ , ‘বিনি সুতার মালা’, ‘বউ কথা কও’, ‘কাজল’।
১৯৬৬ সালে এস এম পারভেজ পরিচালিত ‘বেগানা’ সিনেমায় প্রথমবারের মতো খলনায়কের চরিত্রে অভিনয় করেন তিনি।

১৯৬৫ সালে ‘ভাওয়াল সন্ন্যাসী’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন খলিল। তিনি ‘সিপাহী’ ও ‘এই ঘর এই সংসার’ নামে দুটি সিনেমা প্রযোজনা করেছেন।
খলিল বেশ ক’টি টিভি নাটকেও অভিনয় করেছেন। শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে তৈরি ধারাবাহিক সংশপ্তকে মিয়ার বেটা চরিত্রে অভিনয় করে দর্শক নন্দিত হন খলিল।  
তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.