আমাদের কথা খুঁজে নিন

   

মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন নাটোরের আবু হেনা রনির স্বপ্ন অভিনেতা হওয়ার। আসাদুজ্জামান নূর তাঁর পছন্দের অভিনেতা।

মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬-এর বিজয়ী এবং দর্শকদের ভোটে সেরা প্রতিযোগী বাংলাদেশের আবু হেনা রনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। যে কিনা এর আগে মীরাক্কেল অনুষ্ঠানটি কখনোই দেখেননি। নাম লেখাবেন—সেটা ছিল ভাবনার বাইরে। কিন্তু বিশ্ববিদ্যালয়েরই বন্ধু দেবাশীষের উত্সাহে নাম লেখান তিনি।

এর পরের ঘটনা তো ইতিহাস। রনি বলেন, ‘বন্ধুমহলে কৌতুক বলে হাসানোর জন্য সবার কাছে আমার আলাদা একটা কদর ছিল বলতে পারেন। সবাই আমাকে একটু অন্যভাবেই দেখত। তবে এটা নিয়ে কোনো প্রতিযোগিতায় যাব, সেটা কখনো ভাবনার মধ্যে ছিল না। তবে এটা সত্য যে বন্ধু দেবাশীষের পীড়াপীড়িতে মীরাক্কেলে নাম লেখাতে বাধ্য হই।

’ রনি আরও বলেন, ‘মীরাক্কেলে অংশ নেওয়ার পর আমাকে এ পর্যায়ে নিয়ে আসার পেছনে মেন্টরদের ভূমিকাই সবচেয়ে বেশি। তাঁরা না থাকলে আমি হয়তো কোনোভাবেই নিজেকে এত দূর নিয়ে আসতে পারতাম না। এ ছাড়া আমার বড় ভাই কামাল হোসেনের ভূমিকা অপরিসীম। মীরাক্কেলে অংশ নেওয়ার পর থেকে সে আমাকে নানাভাবে যে সহযোগিতা করেছে, সেটা আসলে ভোলার নয়। ’ আবু হেনা রনির স্বপ্ন এখন আরও বিস্তৃত।

তাঁর ভাবনা এখন অভিনয়কে ঘিরে। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি রনির যথেষ্ট দুর্বলতা। নিজেকে এখন সেভাবেই প্রস্তুত করছেন। ছোটবেলা থেকেই আসাদুজ্জামান নূর তাঁর পছন্দের অভিনেতা। তাঁর বেশির ভাগ নাটকই রনির দেখা।

এ ছাড়া ফজলুর রহমান বাবুর অভিনয়ও রনিকে বেশ অনুপ্রাণিত করে। অভিনয়ের ক্ষেত্রে এঁরাই রনির পথপ্রদর্শক। এ ব্যাপারে রনি বলেন, ‘আসলে ছোটবেলা থেকেই অভিনয়টা আমাকে দারুণ টানে। আর তাই ইচ্ছে করেই নাটক ও নাট্যতত্ত্ব নিয়ে পড়াশোনা করছি। ভবিষ্যতে নিজেকে একজন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

’ মীরাক্কেলে অংশ নেওয়ার পর জোকস বলার ফাঁকে ফাঁকে রনির গানও বেশ প্রশংসিত হয়েছে। গান নিয়ে আলাদা কোনো চিন্তাভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে রনি বলেন, ‘গানটা প্রাতিষ্ঠানিকভাবে কখনোই শেখা হয়নি আমার। মনের আনন্দে গান করি। এটা নিয়ে কোনো চিন্তা নেই। আমার যত চিন্তা ওই অভিনয়কে ঘিরে।

’ অনেক অনেক অভিনন্দন... টূ আবু হেনা রনি .. আমরা সকলেই মনে প্রানে চেয়েছিলাম তুমি হবে মিরাক্কেল এর বিজয়ী.. অনেক অনেক ধন্যবাদ ওপার বাংলা থেকে এত বড় সম্মান বয়ে আনার জন্য....... সূত্রঃ এখানে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.