আমাদের কথা খুঁজে নিন

   

লোহাগড়া কলেজে ছাত্রলীগের ভাঙচুর পরীক্ষা ø

উচ্চ মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষায় নকল করার দায়ে ছাত্রকে বহিষ্কার করাকে কেন্দ্র করে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা ব্যাপক ভাঙচুর ও শিক্ষকদের লাঞ্ছিত করেছে। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নির্বাচনী পরীক্ষার শুরুতে পরীক্ষা কক্ষে মোবাইলে নকল করার দায়ে গোবিন্দ বিশ্বাস নামে একজনকে বহিষ্কার করাকে কেন্দ্র করে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি সুজন ও সম্পাদক ইমরান ফকিরের নেতৃত্বে নেতা-কর্মীরা কলেজের বিভিন্ন কক্ষের দরজা-জানালা, চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে এবং পরীক্ষার্থীদের প্রশ্ন ও উত্তরপত্র ছিনিয়ে ছিঁড়ে ফেলে। এ সময় অন্যান্য পরীক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। ঘটনার পর আজকের পরীক্ষা স্থগিত করা হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাসান আলী দেওয়ান ঘটনার সত্যতা স্বীকার করে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেবেন বলে জানান। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান বলেন, কলেজ কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছি। লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জোসেফ বলেন, এ ব্যাপারে তদন্ত করে সাংগঠনিকভাবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.