আমাদের কথা খুঁজে নিন

   

মির্জা ফখরুলকে জেলে পাঠালেও বন্ধ হবে না আন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, বাংলাদেশে আজ গণতন্ত্র অবরুদ্ধ। গোটা বাংলাদেশের মানুষ কারারুদ্ধ। স্বাধীনতার এই মাসে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়া হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে গ্রেফতার করে জেলে পাঠালেও সরকারবিরোধী আন্দোলন বন্ধ হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের মুক্তি দাবিতে গতকাল সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ঢাকাস্থ ঠাকুরগাঁওবাসী এই কর্মসূচির আয়োজন করে। এ সময় জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ইনাম আহমেদ চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল নেতা কামাল আনোয়ার আহম্মেদ, ইউনূস আলী, সোহেল রানা, মাহবুবুর রহমান ছানা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেনারেল মাহবুব বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সজ্জন, রুচিবান ও ঐতিহ্যবাহী একটি পরিবারের সন্তান। তিনি উত্তরবঙ্গের উজ্জ্বল নক্ষত্র। তার মতো নেতাকেও সরকার কারাবন্দী করে জেলে পাঠিয়েছে। তিনি বলেন, দেশের প্রধান রাজনৈতিক দলের মহাসচিবকে এ সরকার মিথ্যা মামলায় ৫ বার জেলে পাঠিয়েছে। এটা স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.