আমাদের কথা খুঁজে নিন

   

দুপুরের রং.................

আমার অনুভব লেখনীতে নয়, রঙ এর ক্যানভাস এ আঁকা তারপর ও লিখতে চাই ধূসর অবয়বে দুপুর ঘুরে বেড়ায়.... হালকা নীল গভীরতায় ডুবতে ডুবতে , ঘণ নীল হলুদের ঘাড়ে নিঃশ্বাস নিতে থাকে। ক্রমশ হলুদ দুপুর আলো হয়ে আসে সবুজ হয়ে উঠে পাতা ঝরার মাদুর অথবা সোনালী রঙিন শৈশবের চুরি হয়ে যাওয়া সময়...। ফিকে হতে থাকে উজ্জ্বল্য... শীত আসার দিনে.... হাওয়ায় শিশিরের সেন্ট মেখে হেঁটে যায় আমার শৈশব..


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।