আমাদের কথা খুঁজে নিন

   

রেগে গেলেন, তো হেরে গেলেন!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

; ঘটনার সূত্রপাত এক বড় ভাইয়ের গল্প থেকে। তিনি খুবই ভাল একজন মানুষ। চেহারা ছবি মাশাআল্লাহ। মাচো ম্যান। বিনম্র, ভদ্র এবং মেধাবী।

তিনি হটাত করেই একদিন বললেন, আমার সব সময় রাগ ওঠে না, বছরে একবার ওঠে। রাগ উঠলে যে কি করি! কোন হুঁশ-ই থাকে না! গতকাল রাগে বাসার টিভি ভেঙ্গে ফেললাম! আমিঃ ভাই ঘটনা কি সত্য? ভাইঃ হুম। আমিঃ আপনার বউয়ের কপালে খারাপ-ই আছে ভাই! ভাইঃ ক্যান? আমিঃ ভাই আমার ৯৯% ভাল কিন্তু বছরে মাত্র একবার মাথা গরম হয়! কে জানে, হয়ত দেখা যাইত আপনে টিভি-টাই তার দিকে ছুইড়া মারতেন!! এই রকম রাগ, আরেকজনের ছিল। তিনি বর্তমান ডাক্তার। আগেকার দিনে যখন মোবাইল সেটের নুন্যতম মূল্য ১০/১৫ হাজার টাকা ছিল তখন তিনি কথায়-কথায় রেগে গিয়ে মোবাইল আছড়ে গুড়ি গুড়ি করতেন।

আমি যদি কখনও ২-১ টা হ্যানডসেট ক্যাচ ধরে ফেলতাম, তখন তিনি সারজিকাল কোন একটা টুলস দিয়ে হাত কেটে ফালা ফালা করতেন! তা ও যদি রক্ষা করা যেত তবে তিনি দেয়ালে মাথা বাড়ি দিতে দিতে প্রায় অজ্ঞান হয়ে যেতেন! কি অদ্ভুত আমাদের রাগ! আমরা সবাই জানি যে রাগ করা উচিৎ না তবুও মালটোভা'র মত এমনি এমনি খাই(রাগ করি)! আমি নিজেই তো রাগ করলে চিৎকার চেঁচামেচি করে অস্থির হয়ে যাই। যত দ্রুত রাগ উঠে, তত দ্রুত রাগ নামে। মাঝে মাঝে মনে হয়- 'মানুষ মরে গেলে বেঁচে যায়, বেঁচে থাকলে মোচড়ায়, কৃমি থাকলে মোচড়ায় না থাকলে রাগে মোচড়ায়। '

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.