আমাদের কথা খুঁজে নিন

   

ইকবাল স্যার, বহুদিন তো চুপ থাকলেন। সত্যটা যে এবার বলতেই হয়!

অন্ধদের শহরে আয়না বিক্রি করি আমি। বিশ্বাস-একদিন চোখ খুলে দেব- অন্ধদের ও। দেখতে বাধ্য করবো....নিজেকে!

১. সিলেট-এর একটা গ্রুপ SUST–এ সিলেটের স্টুডেন্টদের জন্যে ৫০% কোটা চাইছে। আর সব সুশীলের গেলো গেলো রব শুরু হইয়া গেছে। ২. এটা সবে শুরু।

আস্তে আস্তে সব বিশ্ববিদ্যালয়ে শুরু হবে। সরকার কোটা নিয়ে যে নোংরা রাজনীতি শুরু করেছে তার একটা প্রভাব তো পড়বেই। “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?” ৩. আওয়ামীলীগের “উন্নয়নের জোয়ার” বিলবোর্ডের তথ্য অনুসারে দেশে পাবলিক ইউনিভার্সিটি ৩৮+। বেসরকারী ৭৯+ (সবাই বলুন মাশ্আল্লাহ্)! SUST এ মোট ছাত্র সংখ্যা কত? তার ৫০% কত? এই কয়টা সিট-এ কয়েকজন অযোগ্য গ্রাজুয়েট বের হবে দেখে চারিদিকে আজ শোকের মাতম। অথচ বছরের পর বছর ধরে যখন কোটার নামে দেশের অ্যাডমিনিস্ট্রেশান ধ্বংশ করা হচ্ছে তখন এই সুশীলরা কোথায় ছিলেন? বগল বাজাতে ব্যস্ত ছিলেন? ৪. SUST থেকে ৫০% অযোগ্য গ্রাজুয়েট বের হলে দেশের যে ক্ষতি হবে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হচ্ছে প্রতিবছর সরকারের প্রধান প্রধান পদগুলোতে ৫৫% অযোগ্য লোক নিয়োগ দেয়ায়।

অথচ সেটা নিয়ে কেউ কথা বলেন না। কারণ- রাজনৈতিক ফায়দা। আপনিই বলুন- একটি সরকারী হাসপাতালের ডাক্তার হবার জন্য দু জন অ্যাপ্লাই করলো- একজন অনার্স মার্ক নিয়ে ভালো মেডিকেল কলেজ থেকে পাস করা, সকল পরীক্ষায় দারুণ রেজাল্ট। আরেকজন কোনোমতে টেনেটুনে পাস। অথচ দ্বিতীয় জনকে চাকরি দেয়া হলো কোটার কারণে।

কোটা আছে বলেই কি তিনি ভালো ডাক্তার হবেন? তার মতো অযোগ্য লোকের হাতে কোনো রোগী মারা গেলে সেই দায়িত্ব কার? ৫. একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তার জনপ্রশাসন। সচিব থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট, বিচারপতি থেকে ডাক্তার, পুলিশ থেকে ব্যাংক অফিসার সবাই মিলেই গড়ে ওঠে দেশের জনপ্রশাসন। সরকার আসে সরকার যায়, মন্ত্রী থাকেন, মন্ত্রী থাকেন না- কিন্তু এরা থাকেন। একবার ঢোকার পর এঁরাই পরবর্তী ৩০-৩৫ বছর দেশটাকে চালান। সরকারের সকল নীতির পেছনে থাকেন এঁরা।

সরকার ভুল করতে পারে, রাজনৈতিক ফায়দা নিতে পারে। তখন তা প্রতিহত করার, স্বাধীনভাবে কাজ করার দায়িত্ব বর্তায় তাঁদের ওপর। তাই এখানে অযোগ্য লোক নিয়োগ দেয়া মানে দেশটাকে নিজের হাতে গলা টিপে মেরে ফেলা। ৬. সকল সরকারী (প্রথম ও দ্বিতীয় শ্রেণীর) চাকুরিতে ৫৫% পদ কোটার জন্য বরাদ্দ থাকে। কোটায় প্রার্থী পাওয়া না গেলে (মানে পরীক্ষায় পাস না করলে) সে পদ খালি থাকবে তবুও কোনো মেধাবী, দক্ষ বা যোগ্য প্রার্থীকে সে চাকরি দেয়া যাবে না- এই হোলো নিয়ম।

সেলুকাস, এ দেশ শুধু বিচিত্র নয়, পুরোপুরি উন্মাদ। ৭. আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র প্রতিবন্ধী কোটার পক্ষে। একজন সুস্থ সবল মানুষের সাথে একজন অন্ধ বা একজন বধিরের তুলনা চলে না। আর কোনো কোটা, কোথাও থাকা উচিৎ না। ৮. SUST এর ৫০% কোটার বিরোধিতা করে মুহম্মদ জাফর ইকবাল পদত্যাগ করেছেন।

নিঃসন্দেহে উনার উদ্দেশ্য মহৎ। তিল তিল করে গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ে একপাল গাধার প্রবেশ ঠেকাতে তিনি আর কি ই বা বরতে পারেন? ৯. ইকবাল স্যার, গত ২০ বছর ধরে একপাল গাধা আমাদের সকল প্রতিষ্ঠানের মাথায় উঠে বসে আছে। তাদের বিরুদ্ধে কিছু বলুন। বহুদিন তো চুপ থাকলেন। দেখলেন তো বুমেরাং আজ আপনার দিকেই ছুটে আসলো? সত্যটা যে এবার বলতেই হয়! একটা ইউনিভার্সিটিকে রক্ষা করার জন্য আপনার আজ যে প্রচেষ্টা দেখছি- দেশটাকে রক্ষার জন্যে তার অর্ধেকটা কি করা যায় না? মুক্ত হোক SUST! বি.দ্র.- “সচেতন সিলেটবাসী” নামক গ্রুপটা পুরো সিলেটকে রিপ্রেজেন্ট করে না।

তাই একপাল গাধার জন্যে সকল সিলেটীকে গালি দেয়া বন্ধ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.