আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামকে নিষিদ্ধ করা হল আফ্রিকায় ....ধিক্কার জানাই...

পাওয়া না পাওয়ার মাঝে

আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় ইসলাম ধর্মকে আইন করে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দেশের সবক'টি মসজিদ বন্ধ করারও নির্দেশ দেয়া হয়েছে। অ্যাঙ্গোলা হলো বিশ্বের একমাত্র দেশ যেখানে আইন করে ইসলাম নিষিদ্ধ করা হলো। দেশটির সংস্কৃতিমন্ত্রী রোসা ক্রুস ই সিলভা এক ঘোষণায় সব মসজিদ বন্ধ করার নির্দেশ দেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান। তিনি ইসলাম অনুসারীদের একটি ভিন্ন ‘গোত্র’ উল্লেখ করে বলেন, 'অ্যাঙ্গোলার কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ না হওয়ায় ধর্মটিকে নিষিদ্ধ করা হলো।

' যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, ঘোষণার পর আফ্রিকার এই খ্রিস্টান অধ্যুষিত দেশটিজুড়ে মসজিদ ধ্বংস করার কাজ শুরু হয়েছে। অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট হোসে এদুয়ার্দো দোস সান্তোস এক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে একে ‘ঐতিহাসিক ঘোষণা’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমাদের দেশে এটিই হচ্ছে ইসলামের চূড়ান্ত বিদায়। ’ ১ কোটি ৯০ লাখ জনসংখ্যার এই দেশটিতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা এক ভাগেরও কম। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি খ্রিস্টান। ইসরায়েলের সঙ্গে দেশটির সরকারের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সেখানে ইসলাম নিষিদ্ধ করা হলো বলে অনেকে ধারণা করছেন।

অতর্কিতে আইন করে ইসলাম নিষিদ্ধ করার পর সেখান সংখ্যালঘু মুসলমানরা পড়েছেন চরম নিরাপত্তাহীনতায়। তাদের সর্বশেষ অবস্থা কী তা এখনো জানা যায়নি। সূএ:View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.