আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ক্ষমা করুন মেহজাবিন চৌধুরী!!!

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

আমাদের ক্ষমা করুন মেহজাবিন চৌধুরী। আপনি দুবাইয়ের লাক্সারিয়াস লাইফ ছেড়ে এই কালো মানুষদের দেশে আলো হয়ে এসে আপনার নিজের জীবনটাকেই অন্ধকারে ঠেলে দিলেন। কোথাকার কোন এক উঠতি মডেল আজ দেশবাসীর সামনে আপনাকে অপমান করলো, আর আমরা কাপুরুষের মত চেয়ে চেয়ে দেখলাম! একজন মেহজাবিন একটি স্তম্ভ ! যাতে ভর করে তরুণ প্রজন্মের স্বপ্ন দাড়িয়ে থাকে। স্বপ্ন বোনার সাহস খুঁজে পায় তরুণেরা, পায় ফেসবুকে এ্যাক্টিভিটিস করার অনুপ্রেরণা ! পুরো জীবনটাই তিনি কাটালেন ফেসবুক বন্ধু বান্ধবদের নিয়ে, সব চিন্তা ভাবনা কল্পনাই তাদের নিয়ে। তিনি যে এক তরুণী ফেসবুক সেলিব্রেটি ! কখনো কখনো আসল সেলিব্রেটিদের চেয়েও হিট।

একজন মেহজাবিন ফেসবুক ডায়ালগে অগ্রযাত্রার দিশারী। আগুন নয়, মশাল নয়, তার মুখের একটু "এত্তগুলো পঁচা" বাণী কিংবা সারল্যমাখা হাসিতেই তরুণেরা তার জন্য জীবন দিতে প্রস্তুত হতে পারে। ঝাপিয়ে পড়তে পারে কঠিন থেকে কঠিনতর যেকোন সৃষ্টিশীল স্ট্যাটাস রচনায়, বুকে অসীম সাহস নিয়ে। তিনি সেই মানুষ যিনি বাংলাদেশীদের ফেসবুকে মানুষের জনসমুদ্রের মাঝে একবার দাঁড়ালে মনে হয়, জীবন দিয়ে দেব তবু ফেসবুক ছেড়ে যাব না। আমাদের সাথে মেহজাবিন আছেন।

স্পষ্ট মনে আছে, ফেসবুকে যেদিন মেহজাবিন কাকে যেন "এত্তগুলো পঁচা" বললেন, আমাকে ইনবক্সে থেকে মেসেজ দিয়ে বলা হলো, আজকে তো কোন সিপি গ্যাং এ্যাটাক করতে পারে সবার প্রোফাইলে। আমি বললাম, "আজকে যদি সিপি গ্যাং এ্যাটাক করেই তাহলে আমি অবশ্যই এই প্রোফাইল ছেড়ে এক চুল নড়বো না। কারণ তাহলে তো মেহজাবিনের প্রোফাইলও খাওয়া হবে। সেই সিপি গ্যাং মেহজাবিনকে আক্রমন করেছিল। তবু মেহজাবিন উঠে দাড়িয়েছে, মাতিয়ে চলেছে ফেসবুক।

আজ সেই সিপি নেই কিন্তু মেহজাবিন আছে। কিন্তু কোথাকার কোন ফারিয়া আজ মেহজাবিনকে নিয়ে অশ্লীলতা চর্চা করে, আর আমরা লজ্জায় অবনত মস্তকে তা দেখি। কেউ এখন পর্যন্ত বললো না, না ফারিয়া না তুমি মেহজাবিনের নখেরও যোগ্য না, তুমি মেহজাবিনকে আর কটাক্ষ করো না! কেউ বললো না, "ফারিয়ার চামড়া তুলে নেব আমরা। " "আর একটা কটাক্ষ হলে এ্যাটাক হবে ফারিয়ার প্রোফাইলে!" ধিক বাঙালী ধিক, তোমরা একজন মেহজাবিনকে অপমানিত হতে চেয়ে চেয়ে দেখেলে কেমন করে??? আমি এদেশ ছেড়ে চলে যাবো, যে দেশে মেহজাবিনের সন্মানহানি হয় আমি সেদেশে থাকবো না। আই উইল গো টু গানা! প্রিয় মেহজাবিন, আমরা আপনার সৌন্দর্য্যের বেদীতে যথাযত পূজো ও সন্মান করতে পারলাম না বলে আমি দেশবাসীর পক্ষ থেকে ক্ষমা চাই, আমি গেলাম গানা, আপনিও চলে যান দুবাই।

জয় বাংলা, জয় তারুণ্য!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.