আমাদের কথা খুঁজে নিন

   

লিনাক্স সার্ভার বাংলা ই-বুক ডাউনলোড

আমি শরিফুল ইসলাম লিংকন, হয় ত আপনারা আমাকে চিনবেন না। টেকটিউন থেকে আমাকে ব্যান করা হয়েছে তাই fcilincon ID দিয়ে আমি টিউন করতে পারছি না তাই  আমার বইয়ের নিয়মিত পাঠক- "মো:আবদুল মালেক ভাইয়ার" এর ID থেকে আজ টিউন করছি আপনাদের কে একটা সু-সংবাদ দেয়ার জন্য। সু-সংবাদ দেয়ার আগে টেকটিউউনের সকল টিউনার + আমার বইয়ের ৩৫ হাজার ৬৭৫ জন পাঠক কে জানাই সালাম, যাদের উৎসাহে আজ আমি এখানে;
এই পর্যন্ত আমি ৩টা ই-বুক লিখেছি- যার মধ্যে  ২টা আপনাদের খুব পরিচিত;
১- বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড লিনাক্স রেড হ্যাট এন্টারপ্রাইজ-৫
২- আই'পি নেটওয়ার্কিং

 
আজ আপনাদের কে শেয়ার করবো আমার তৃতীয় বই-  লিনাক্স সার্ভার
বইটি মূলত বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড লিনাক্স রেড হ্যাট এন্টারপ্রাইজ-৫ এর ২য় সংস্করণ হলে ও এতে নতুন করে ৬টি সার্ভার যোগ করা হয়েছে আর আরা নতুন নতুন বিষয় সংযোজন করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে।
আগের দু'টি বই আমি বিনা মূল্যে  সর্বারহ করেছি কিন্তু বর্তমানে ই-বুক লেখা কে আমি পেশা হিসেবে গ্রহণ করেছি।



বইটির মূল্য মাত্র-২০ টাকা  (2MB size)
বইটি যারা ডাউনলোড করতে চান তারা আমার মোবাইল নাম্বারে  আপনাদের E-mail নাম্বার SMS করতে পারেন।  আমার মোবাইল নাম্বার  ০১৮২৬১০৬২৫৫  আপনারা ২ই ভাবে বইটি ক্রয় করতে পারেন- ১. বিকাশের মাধ্যমে
২. সরাসরি ব্যালেন্স ট্রান্সপারের মাধ্যমে। বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ২০টাকা আর রিসার্স করে দিলে ২৫টাকা দিতে হবে।   বিকাশ একাউন্ট+ balance transfer করার জন্য : 01826106255 এই নাম্বারে করতে হবে। বিকাশের মাধ্যমে টাকা পাঠালে বিকাশ এজেন্টের নাম্বার সহ আপনার E-mail Address লিখে পাঠাতে হবে আমার মোবাইল নাম্বার ০১৮২৬১০৬২৫৫ এ।

২৪ ঘন্টার মধ্যে বইটি আপনাদের ই-মেইল ঠিকানায় পাঠাবো। সবাইকে ধন্যবাদ

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৪২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.