আমাদের কথা খুঁজে নিন

   

“তত্ত্বাবধায়ক সরকার বনাম অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত বিবাদের শান্তি প্রস্তাব”

তত্ত্বাবধায়ক সরকার বনাম অন্তর্বর্তীকালীন সরকারের জিদের লড়াইয়ের পদধ্বনি শোনা যাচ্ছে। গৃহযুদ্ধের সতর্ক সংকেতও দিচ্ছে অনেকে। একই পরিবারের কেউ জোটের আবার কেউবা মহাজোটের সমর্থক। তাই রাজপথের সংঘাত ঘরের মধ্যে শুরু হওয়ার সম্ভবনার সৃষ্টি হয়েছে। সম্ভাব্য বিপদ সংকুল পরিস্থিতির নিরসন করা না হলে দেশ ও জাতি অপূরণীয় ক্ষতির নিপতিত হতে পারে, মর্মে আশঙ্কার সৃষ্টি হওয়ায় শান্তিপ্রিয় সাধারণ নাগরিক হিসেবে দেশের আসন্ন সমস্যার সমাধানকল্পে কিছু প্রস্তাব নিম্নরুপঃ- • নির্বাচনকালীন সরকারের নামঃ অন্তর্বর্তীকালীন-তত্ত্বাবধায়ক সরকার। • মেয়াদকালঃ নব্বই দিন। • সদস্য সংখাঃ ১১জন। • তাঁরা হলেনঃ আইনজীবী, প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, অবসর প্রাপ্ত সচিব, ব্যবসায়ী, সুশীল সমাজের, কৃষকদের ও শ্রমজীবীদের মধ্য থেকে ১ জন করে নিরপেক্ষ ১০ জন এবং রাষ্ট্রপতি সর্বমোট ১১ জনের সমন্বয়ে উক্ত সরকার গঠিত হবে। আমাদের দেশপ্রেমিক সশস্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহায়তা করবেন। প্রস্তাবনায়ঃ মিরাজ শরীফ অ্যাডভোকেট (মোবাইলঃ ০১৫৫৭৬১০৬২৬)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।