আমাদের কথা খুঁজে নিন

   

মন্তব্যে স্থগিত এক্সবক্স অ্যাকাউন্ট

সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যেসব ফাইলে মাত্রাতিরিক্ত আপত্তিকর কিছু পাওয়া গেছে, সেসব ইতোমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। আর সেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীদেরও এক্সবক্স লাইভের কিছু ফিচার ব্যবহার করা থেকে বঞ্চিত করা হবে।
মাইক্রোসফট জানিয়েছে, আপলোড স্টুডিওতে আপলোডকৃত সব ফাইল পরীক্ষা করে দেখা হয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে, ব্যবহারকারীদের পরিষ্কার, নিরাপদ আর আনন্দময় পরিবেশ নিশ্চিত করতেই এই পরীক্ষাটি করা হয়েছে।
তবে এক্সবক্স লাইভের এই পরীক্ষার ক্ষেত্রে স্কাইপ চ্যাট বা ব্যক্তিগত ফোনকলকে ধরা হয়নি।
মাইক্রোসফটের আগের কনসোলে এক্সবক্স লাইভ ব্যবহারের সুবিধা ছিল। ফলে ব্যবহারকারীরা পছন্দমতো ভিডিও বা মিডিয়া ফাইল আপলোড করতে পারত। কিন্তু এক্সবক্স ওয়ান কনসোল এদিক দিয়ে অনেক বেশি সংবেদনশীল বলে জানিয়েছে কোম্পানিটি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.