আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমপদ্য পাঁচঃ প্রেমিকা ভার্সেস প্রকৃতি...

আবীর শাকরান মাহমুদ

-আজ থেকে আমি আর আকাশ দেখব না। -ওমা! কেন? - তোমার জন্য। আরো ঠিক করেছি দেখব না দিঘির জলে আমার প্রতিচ্ছবি। আর শুনব না শীতের সকালে পাখির কলকাকলি। কিংবা ঝরণার কলতান।

বর্ষার সন্ধ্যায় ভিজব না আর বৃষ্টির জলে। দেখব না এখন থেকে কালো আকাশের সুস্বাদু চাঁদটাকে। শুধু তোমার জন্য। -কেন? আমি কী এমন করেছি তোমার? -তুমি সব করেছ। সব।

-তাই বুঝি? -হুম। তাই... -কিভাবে? -আমি এখন তোমার মাঝে আমার আকাশ দেখি। বাইরের আকাশ আমার ভাল লাগে না। তোমার চোখে দেখি আমার প্রতিচ্ছবি। কেনই বা দিঘির পাড়ে যাব বল? শীতের সকালে আমি তোমার গল্প শুনি।

হাজার পাখির কলতান ভরা গল্প। ঝরণার ঝর ঝর জলে ভরা কাব্য। তোমার আনন্দাশ্রুতে ভিজি আমি প্রতিদিন। কেন আমার ভিজতে বল বৃষ্টিতে? আর চাঁদ, তাকে তো আমি ঘৃণা করি এখন। রাতে আমি আর চাঁদ তো আলো-আঁধারের প্রতিদ্বন্দ্বী।

তোমাকে ভালবাসার জন্য আমি চাই অন্ধকার। রাতের গভীরে কালো চাদরে আমি তোমায় খুঁজি সবসময়। তোমার মাঝেই আমি প্রকৃতি দেখি। তোমার মাঝেই আমি আমার প্রকৃতি খুঁজি। তোমাকে ছেড়ে আলাদা করে প্রকৃতি দেখার প্রয়োজন আছে আমার, বল?


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।