আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমপদ্য সাতঃ “রাজনীতি নিপাত যাক, প্রেমতন্ত্র মুক্তি পাক।”

আবীর শাকরান মাহমুদ

মেয়ে, ভালবাসবে না আমাকে? কেন?
তুমি ভাল না আসলে কি হবে জানো??
প্রেমজোট লাগাতার অবরোধ কর্মসূচি দিবে।
নৌ-সড়ক-রেলপথে। এমনকি আকাশেও।
তখন আকাশের ঠিকানায় নীল খামে নীল চিঠি লেখা যাবে না।
তুমি কি তা চাও?

মেয়ে, তাও তুমি ভালবাসবে না আজ?
তুমি জানো আজ ভাল না বাসলে কি হবে??
প্রেমলীগের নেতারা একলা একলাই করবে নির্বাচন।


কত হাজার কোটি টাকা পদ্মার জলে করবে নির্বাসন!
অথচ এত টাকা দিয়ে নাহোক প্রেমের তাজমহল,
এক পদ্মাসেতু হয়ে যেত। তাছাড়া ঐ টাকায়
আমাদের কত ডেট-হানিমুন হত বল??

মেয়ে, কেন তুমি ভাল বাসবে না?
এর প্রতিবাদে প্রেমদূতাবাসের সামনে
আমার বন্ধুরা আজ রাস্তা আটকাবে।
কিংবা মানববন্ধনে দাঁড়াবে প্রেমক্লাবে।
আর পুলিশ খালি ছোঁয়াছুয়ি খেলে বেড়াবে।
আর ছিটাবে শুধু বেগুনি রং আর গরম পানি।



মেয়ে, তুমি তাও হবে না রাজি??
চাইলে চাঁদ-তারা আনতে দিব আজি।
তুমি কি চাও, জাতিসংঘ থেকে বান কি ‘মুন’
আবার পাঠাক সহকারী ‘তারা’নকোকে?
তোমার সাথে বসুক আমার দ্বিপাক্ষিক বৈঠকে?
জন কেরি করুক লাল টেলিফোন আমেরিকা থেকে ?
কিংবা দেশে দেশে আমার ছ্যাঁকা খাওয়া উপলক্ষে
সংসদে পাশ হোক শোক প্রস্তাব?

কি বললে? তবুও তুমি ভাল না বাসলে কি করব তাহলে?
প্রেমচত্বরে তোমার বাসভবনের সামনে মহাসমাবেশ করব।
কিংবা, প্রেমসড়কে পেট্রোল ঢেলে বাস পোড়াব।
তখন স্বৈরাচারী সরকারের মত নাহয়
আমার বুক গুলিতে ঝাঁঝরা করে দিও।
কিংবা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসি দিও।


বিশ্বাস কর, কোন চেম্বার জজ থাকবে না আমার।

ফাঁসির পর পোস্টমর্টেম রিপোর্টে দেখবে
আমার বুকে-পিঠে সাদা কালিতে সাদামনে লেখা,

“রাজনীতি নিপাত যাক, প্রেমতন্ত্র মুক্তি পাক। ”

২৪ ১২ ১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।