আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমপদ্য একঃ 'ভালবাসা দিব, ভালোবাসা শুব, স্নান করাব ভালোবাসায়...'

আবীর শাকরান মাহমুদ নর্মালি আমি নিজেকে খুব ই রিয়েলিস্টিক বলে ভাবি। তবে, আজকের মত ভাবালু পরিবেশ হলে একটু তো রোমান্টিক হয়ে যেতেই হয়। হাজার হোক, '১৩ এর প্রথম বৃষ্টি। ( অন্তত আমার জন্য...যতদূর মনে পড়ে আর কি!! সিউর না।) বৃষ্টি পড়বে আর বাঙালি রোমান্টিক হবে না? এটা ভাবা যায় !! বাইরের টিপ টিপ বৃষ্টি, ঠান্ডা বাতাসের আচমকা দমকা ঝটকা, খিচুড়ি দিয়ে চিকেন, ডিনার শেষে এক কাপ ধোঁয়া ওঠা চা, লেপ মুড়ি দিয়ে তন্দ্রালু ভাব, সাথে আর্টসেলের 'এই বৃষ্টি ভেজা রাতে' গান! ম্যান!! লাইফ ইস বিউটিফুল! আর্টসেলের গানটার কথা ভাবতেই কিছুদিন আগে লেখা একটা কবিতার কথা মনে পড়ল...দিলাম এখানে। আশা করি, আজকের এনভায়রনমেন্টে কবিতাটি খারাপ লাগবে না... ভালোবাসা কি গোলাপ জলে ভিজিয়ে রাখা পদ্ম? হুট করে লিখে ফেলা দুই পাতার ছোট গদ্য? ভালোবাসা কি শিশির ভেজা শিউলি ফুলের গন্ধ? ইচ্ছেকৃত ভুল করে খাওয়া তোর গালমন্দ? কিংবা ভরদুপুরে এক ঘন্টা লেটে দেখানো অভিমান? বারণ জেনেও লুকিয়ে দেয়া সিগারেটের দু-টান? তবে কি ভালোবাসা ঠোঁটের কোণায় মন ভুলানো হাসি? টুপ করে ঢপ গিলে ফেলা ঘুমের বড়ির শিশি? রাত জেগে ঘুম ভেঙ্গে করা ক্ষণের ফিসফিসানি? কিংবা দেয়া হাজার প্রমিস, মানি বা না মানি? আলতো করে নানা ছুতোয় হাতটা একটু ছোঁয়া? চোখাচোখিতে হঠাৎ ট্যাকিকার্ডিয়া ঘটে যাওয়া? ইচ্ছে করে ছাতা রেখে বৃষ্টিতে কাকভেজার সাধ? বৃষ্টিভেজা তোর সিক্ত চুলে ভেজা আমার কাঁধ? পথের পাশে চায়ের দোকানে দু’কাপ চা কড়া? রিকশা থামিয়ে হুট করে হুড ফেলে উঠে পড়া? তাই যদি হয়, নীল খামের ভিতর নীল চিঠি নিয়ে নীল আকাশ ফুঁড়ে লক্ষ ফানুস ওড়াব... কিংবা শরতের কাশ ফুলের আশ লাগানো ছোঁয়ায়, রোদেলা মাঠের ঘাস খালি পায়ে হেঁটে মাড়াব। ফুচকার প্লেট সাবাড় করে টক রেখে দিব বাটিটায়, কিংবা বাদামগুলো খোসা ছাড়িয়ে রাখব আদরে, ঠান্ডা কোকের বোতলে তোর ঠোঁটে ঠোঁট মিলাব শীত পড়লে উম দিব বুকের নোনা চাদরে। পাব্লিক বাসের সীট ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকব পাশে রেডিও আমারে গান ডেডিকেট করব তোর আশায়, লাভগুরু হয়ে আমি গাইব প্রেমের গান, বিলিভ কর, ভালবাসা দিব, ভালোবাসা শুব, স্নান করাব ভালোবাসায়.. প্রেম দিবস, ২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।