আমাদের কথা খুঁজে নিন

   

শান্তি আলোচনায় যাবে সিরিয়ান ন্যাশনাল কোয়ù

তিন বছর ধরে চলমান গৃহযুদ্ধ অবসানের আশায় সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠী 'দ্য সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন' জেনেভা সম্মেলনে অংশ নেবে বলে জানিয়েছেন গোষ্ঠীটির প্রেসিডেন্ট আহমদ জারবা। ২২ জানুয়ারি জেনেভা সম্মেলন হওয়ার কথা রয়েছে। কায়রোয় বুধবার এক সাক্ষাৎকারে জারবা বলেন, সিরিয়ায় সত্যিকারের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা জেনেভায় যেতে প্রস্তুত। আঞ্চলিক শক্তি ইরান যদি সিরিয়ার রক্তক্ষয়ী সংগ্রামে অংশ নেওয়া বন্ধ করে এবং সেখান থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নেয় তবেই কেবল ইরানকে জেনেভা সম্মেলনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। তিনি বলেন, যদি ইরান সত্যিই সিরিয়ার সংকটের সমাধান চায় তবে প্রথমে সিরিয়া থেকে তাদের বিপ্লবী সেনা ও হিজবুল্লাহর ভাড়াটে যোদ্ধাদের প্রত্যাহার করতে হবে। কয়েক মাস ধরে কঠোর সামরিক শাসন চালানোর পর রাজধানী দামেস্ক ও দেশটির মধ্যাঞ্চল থেকে নিজের ক্ষমতা কিছুটা সংকুচিত করে নিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এ সময় তার বাহিনী ইরান ও রাশিয়ার সমর্থনে এবং লেবানন ও ইরাকের যোদ্ধাদের সহায়তায় রাজধানীর প্রান্ত ও দক্ষিণাঞ্চল থেকে আলেপ্পো পর্যন্ত কয়েকটি শহর পুনর্দখল করেছে। তেহরান জানিয়েছে, যদি তাদের আমন্ত্রণ জানানো হয় তবে তারা জেনেভা সম্মেলনে অংশ নেবে। সেই সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার আগে বুধবার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কথাও জানিয়েছে। ওয়েবসাইট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.