আমাদের কথা খুঁজে নিন

   

ইরানের সঙ্গে আলোচনা চায় যুক্তরাষ্ট্র

ইরানের বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে 'পারস্পরিক শ্রদ্ধার' ভিত্তিতে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসের সহকারী মুখপাত্র যোশ আর্নেস্ট এ কথা জানিয়েছেন। ওই দিন সকালে বারাক ওবামা মিসৌরি যাওয়ার পথে প্রেসিডেন্টের বিমান 'এয়ারফোর্স ওয়ান' এ সফরসঙ্গী সাংবাদিকদের আর্নেস্ট এ কথা বলেছেন। তিনি বলেন, ইরানিদের সঙ্গে অনেকগুলো বিষয়ে আমরা সংযুক্ত আছি, আর পারস্পারিক শ্রদ্ধার ভিত্তিতে দেশটির সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যেতে চাই। আর ওই আলোচনার মধ্য দিয়ে ইরানিরা তাদের আন্তরিকতার বিষয়টি তুলে ধরার সুযোগ পেতে পারে যার চেষ্টা করে আসছে তারা, বলেন তিনি। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে। একই উদ্দেশে প্রেসিডেন্ট ওবামাও ওই সময় নিউইয়র্ক অবস্থান করবেন। ওই সময় দুই নেতার মধ্যে সাক্ষাৎ হওয়া সম্ভব বলে জানিয়েছে হোয়াইট হাউস। আর্নেস্ট জানিয়েছেন, ওবামা ও রুহানির মধ্যে পূর্ব নির্ধারিত কোনো বৈঠকের কর্মসূচি নেই, কিন্তু রুহানির বিভিন্ন মন্তব্যে হোয়াইট হাউসের ধারণা হয়েছে যে, তিনি এমন একজন নেতা যার সঙ্গে সম্পর্ক করা যায়। পশ্চিমা শক্তিগুলোর ধারণা ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, কিন্তু নিজেদের পরমাণু কর্মসূচিকে বিদুৎ তৈরির মতো শান্তিপূর্ণ উদ্দেশে নিয়োজিত বলে দাবি করে আসছে ইরান। ওয়েবসাইট।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.