আমাদের কথা খুঁজে নিন

   

পড়াশোনা করলেই কি মানুষ !!!

আজ গাড়িতে করে যাচ্ছিলাম ধানমন্ডি। একটি নামকরা কলেজের কিছু স্টুডেন্ট বসা ছিল গাড়ির পেছনে। ওই কলেজের এক স্যার ই পাশে সিট না পেয়ে দাড়িয়ে ছিলেন পুরা সময়টা। ছেলেগুলু দেখেও না দেখার ভান করছিল এবং তাদের নিত্য নৈমিত্তিক শ্লীল ও অশ্লীল সব গল্প বলে হাসাহাসি করছিল। ভুলেও কেউ একবার বলার প্রয়োজন বোধ করল না , 'স্যার আপনি বয়স্ক মানুষ, আপনি বসুন'।

অথচ এদের মধ্যে কয়েকজন জি পি এ ৫ পাওয়া। ভাল রেজাল্ট করলেই কি বড় মানুষ হওয়া যায়? বড় মানুষ হতে হলে বড়দের দোয়া লাগে। কয়েক বছর আগেও তো এই অবস্থা ছিল না। বয়স্ক মানুষ দেখলে আমরা সালাম দিতাম, বাসে সিট ছেড়ে দিতাম, সিগারেটটা আড়াল করে ফেলতাম, কথা সংযত করতাম। অল্প কয়েক বছরে কি হয়ে গেল? কেন এমন হল? ড্যাম কেয়ার ভাব দেখানোই কি স্মার্টনেস? এসমস্ত ছেলেমেয়েরা বড় হয়ে দেশকে ভালবাসবে এই কথা আমি বিশ্বাস করি না।

দেশকে ভালবাসতে হলে দেশের মানুষকে ভালবাসতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।