আমাদের কথা খুঁজে নিন

   

এখানেও মভেম্বর!

‘মভেম্বর’ আন্দোলনের ছোঁয়া বাংলাদেশে এখনো লাগেনি। তবে মাশরাফি বিন মুর্তজার মনে ঠিকই লেগেছে! ঠিক সরাসরি অবশ্য নয়, লেগেছে মভেম্বর-এ শরিক একজনের ছোঁয়া। পুরুষদের ক্যানসার সচেতনতায় প্রতিবছর নভেম্বর মাসে বিশ্বের অনেক জায়গায় গোঁফ বড় রাখেন অনেকেই। ‘মুসট্যাস’ আর ‘নভেম্বর’ মিলিয়ে মভেম্বর। এ বছর মভেম্বরে অংশ নিচ্ছেন মিচেল জনসন। গোঁফওয়ালা জনসন ব্রিসবেনে উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডকে। এতেই অনুপ্রাণিত হয়ে মাশরাফি গোঁফ রেখে দিয়েছেন জনসনের মতো। জনসনের মতো পুরুষ্ট হয়নি এখনো, যদিও ডিজাইন একই। তবে মভেম্বর-টভেম্বর নয়, জনসনকে অনুকরণের কারণটা নিজের মতো করেই বললেন মাশরাফি, ‘লিগে উইকেট-টুইকেট পাচ্ছি না তো, ভাবলাম জনসনের মতো গোঁফ রেখে দেখি ভাগ্য খোলে কি না!’

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.