আমাদের কথা খুঁজে নিন

   

এখানেও কি কালো বিড়াল?

ক্রিকেট নিয়ে মাতামাতি এখন দেশের প্রায় সর্বোত্রই। দেশ এখন নাচছে টি২০ ক্রিকেট বিশ্বকাপ'২০১৪ এর উম্মাদনায়। নিজ দেশে ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে, আর এ খেলা নিয়ে মাতামাতি হবে না তো কি নিয়ে হবে? এই ক্রিকেট-ই তো আমাদেরকে দলমত নির্বিশেষে এক করতে পারে এবং করে। এই খেলা দেখার জন্যে কমবেশী সবাই অনেক আগ্রহী। আমিও এর ব্যতিক্রম না।

নিজ জেলা সিলেটে এইবার প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে শুনেই তো গর্বে বুক ভরে উঠে যায়। আর সেই খেলা মাঠে গিয়ে না দেখলে কি ভালো লাগে? তাই টিকেট সংগ্রহের জন্যে ইন্টারনেট এর http://www.icc-cricket.com/world-t20 ওয়েবসাইটে খোজ করে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের ১৭/০৩/২০১৪ তারিখের কোন টিকেট পাইনি। সব বিক্রি হয়ে গেছে। অথচ ১৭/০৩/২০১৪ তারিখ ৩.৩০ টা থেকে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ের যে খেলা চলছিল আমি টেলিভিশন স্ক্রিনে বসে দেখলাম সেখানে প্রচুর ফাঁকা সিট পড়ে আছে। বলতে গেলে প্রায় অর্ধেকের চেয়েও বেশী আসন ফাঁকা।

তাহলে- নিজের ঘাটের পঁয়সা খরচ করে টিকেট কিনে কি ক্রিড়ামোদীরা খেলা দেখতে আসলেন না? না-কি এখানে অন্য কোন কাহীনি আছে? টিকেট বিক্রি হলো না অথচ টিকেট বিক্রি দেখানো হলো? না-কি টিকেট কালোবাজারীদের হাতে তুলে দেওয়া হলো? আমি টিকেট পেলাম না অথচ মাঠের অর্ধেকের চেয়ে বেশী আসন ফাঁকা কিভাবে রইলো? না-কি এখানেও কালো বিড়াল ঢুকে পড়ল?।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.