আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিযোগিতা এখানেও ?

তোমারে যা দিয়েছিনু-সে তোমারি দান,গ্রহণ করেছ যত-ঋণী তত করেছ আমায় লেখালেখির অভ্যাস থেকে ব্লগ এ আসা। ভেবেছিলাম, নিজে কিছু লিখব এবং অন্যদের লেখাও পড়ে নুতন এবং সুন্দর একটি জগত তৈরি করব। হচ্ছেও তাই। কিন্ত দুদিন বাদ পরই বুজলাম, "সহজ নয় তোমার মনটি পাওয়া। " নূতন লেখক নামের একটা পরিচয় ধরিয়ে দেয়া হল।

observation নামক একটা কঠিন জায়গায় রাখা হচ্চে! রোগী অথবা আসামী গোছের। সবার সুন্দর, অসাধারণ সব লেখা পড়ছি, কিন্ত কোথাও কিছু লিখতে/ কমেন্ট করতে পারছিনা। অবশ্য আমার নিজের ব্লগের ও খুব পোয়া বারো অবস্থা তাও নয়। বাংলা ধ্রুত লিখার অভ্যাসটা এখনও আয়ত্তে আনতে পারিনি। কি করে টিকে থাকবো লেখালিখির এই প্রতিযোগিতায়? ''প্রথম পাতার লেখক'' একপ্রকার রাজকীয় খেতাবই বটে! আমার কোন গ্রুপ নেই,ফ্যান নেই,লিঙ্ক নেই, কমেন্ট নেই,লাইক নেই,নিজের টায় নিজে সব করি।

যাইহোক, যা বলতে চাইছি তা হল, পৃথিবীর সর্বত্র, সর্বক্ষেত্রে এখন এক ভাবেই বেঁচে থাকা যায় আর তা হল 'প্রতিযোগিতা। ' Do or die! আমি হয়তো পারব। অতীত ইতিহাস ব্লে,ভাললাগা-ভালবাসা নিয়ে যা করেছি, তা অন্তত কিছু সুখকর কিছু দিয়েচে। তাই বুন্ধদের বলছি, পাশে থাকুন। সবাই মিলে দেখিনা ভেদাভেদবিহিন নূতন পুরনো মিলে একটা পৃথিবী গড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।