আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরে বাস চাপায় শিশুর মৃত্যু

নাটোর সদর উপজেলার চাঁনপুর এলাকায় আজ দুপুুর ১২ টার দিকে বাস চাপায় স্কুল ছাত্র আশীক নিহত হয়েছে।

ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাস্থলে গাছের গুড়ি ফেলে ২ ঘন্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক আবরোধ করে রাখে। ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় দেড় কিলোমিটার ব্যাপী জানযটে কয়েক'শো যানবাহন অটকা পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, আশিক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন থেকে রাজশাহী থেকে নাটোরগামী রোদেলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

আশিক সদর উপজেলার চৌগাছী গ্রামের সাইফুল ইসলামের ছেলে। আশিক চাঁনপুরে তার নানার বাড়ীতে এসেছিল। সে চৌগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

এদিকে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নয়। পরে বেলা ২ টা থেকে যান চলাচল শুরু হয়।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.