আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরে ইয়াবার জমজমাট বাণিজ্য

দেশের রাজনৈতিক অস্থিরতাকে পুঁজি করে নাটোর শহরে চলছে মরণ নেশা ইয়াবার জমজমাট ব্যবসা।

শহরের নানাবয়সী বিভিন্ন পেশার মানুষ ইয়াবা নেশায় বুঁদ হয়ে পড়েছে । প্রতিদিনই বাড়ছে ইয়াবাসেবীর সংখ্যা। সেবীদের একটা বড় অংশ স্কুল কলেজগামী কিশোর ও তরুনরা। আর বিক্রেতাদের একই বয়সের হওয়ায় শহরের সচেতন অভিভাবকমহল চিন্তিত তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে।

বেশ কয়েকজন অভিভাবক লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিগতদিনে পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর নিয়মিত অভিযানের কারণে নাটোরে মাদক বাণিজ্য বন্ধ হয়েছিল । সামপ্রতিক সময়ে রাজনৈতিক অস্থরিতাকে পূঁজি করে নাটোর শহরে মরণ নেশা ইয়াবার ব্যবহার ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। অল্প সময়ের মধ্য মাদকসেবীদের কাছে নেশা হিসেবে ইয়াবার ব্যবহার বৃদ্ধি পেয়েছে। নাটোর শহরের অন্ততঃ ৩০ টির বেশি সপটে চলছে জমজমাট ইয়াবা বানিজ্য। হাত বাড়ালেই পাওয়া যায় ইয়াবা।

নাটোরের মাদকাসক্তরা ইয়াবাকে সাধারণত বাবা, আব্বু, বোতাম, চাকা নামে ডেকে থাকে।

২০০ থেকে ৫০০ টাকার মধ্য বেশ কয়েক প্রকার ইয়াবা পাওয়া যাচ্ছে। শহরের ষ্টেশন বাজার, বনবেলঘড়িয়া, বড়গাছা, হাফরাস্তা, কানাইখালী, মাদ্রাসা মোড় ও হরিশপুরে ইয়াবার ব্যবসা ওপেন সিক্রেট। এছাড়া নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের আশে পাশে অন্ততঃ ১০ টি সপটে ইয়াবার প্রকাশ্য বেচাকেনা সবচে বেশি হয় বলে জানা যায়। কলেজের অনেক ছাত্র সবচেয়ে ক্ষতিকার নেশায় আসক্ত হয়ে পড়েছে ।

ক্যামপাসে ইয়াবাসেবীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে বেশ কয়েকজন ছাত্র সত্যাতা স্বীকার করে।

একটি গোয়েন্দার সংস্থা ও পুলিশের অনুসন্ধানে তালিকা অনুযায়ী জানা যায়, সমপ্রীতি র্যাবের অভিযানে ইয়াবা ও বিদেশী অস্ত্রসহ ইয়াবা সম্রাট কাজী সেলিমের আটক হওয়ার পর শহরের বনবেলঘড়িয়া এলাকার মৃত নবীউল্লার পুত্র রহমত আলী, এন এস কলেজের পিছনের ডিস খোকনের পুত্র ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের পুত্র বকুলের বডিগাড ফাউল মুন্না, কাদেরের পুত্র ডানো, বালু মজনুর পুত্র আরিফ, মকছেদের পুত্র রবিন, মন্ডলের পুত্র ঠান্ডু, মেছের আলীর পুত্র বরকি জয়নাল, জলারপাড়ের মুন্সী, বনবেল ঘড়িয়ার শিপলু ও হাফরাস্তার ঠিকাদার লতিফের নাম উল্লেখযোগ্য।

এদের অনেকেই নাটোরের পাশাপাশি উত্তরের বিভিন্ন জেলায় ইয়াবা পাচারের সাথে জড়িত ।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানূর রহমান মিজান জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের পুলিশ সদস্যদের  রাজনৈতিক বিভিন্ন কমসূচী নিয়েই ব্যাস্ত থাকতে হয়। তারপরও যতটা পারা যায় আমরা মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছি।

রাজনৈতিক অস্থিরতার জন্য  পুরোপুরী সময় দেওয়া সম্ভব হচ্ছে না।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.