আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরে দুই ভোট কেন্দ্রে আগুন, সংঘর্ষে আহত ১০

নাটোরের সিংড়ায় দুটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটণা ঘটে। তবে অগ্নিকাণ্ডে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। অপরদিকে নাটোর শহরের রেলস্টেশনে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে জেলা যুবদলের সভাপতিসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটণায় একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও রেলস্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার সকালে ষ্টেশন এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকরা মিছিল করে। এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মীরা ওয়ার্ড বিএনপির একটি অফিস ভাংচুর করে। প্রায় একই সময়ে বিএনপি কর্মীরা বাবু নামের এক যুবলীগ কর্মীর মটরসাইকেল পুড়িয়ে দেয়। তারা আন্তনগর ট্রেন একতা এক্সপ্রেসের ওপর ইটপাটকেল ছুড়ে মারে ও আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় সরকার সমর্থকরা পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করলে ইটের আঘাতে জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম আফতাবের মাথা ফেটে যায়।

এ ঘটনায় সংঘর্ষের সৃষ্টি হলে উত্তেজনা রোধে পুলিশ ১০ রাউন্ড শর্টগানের ফাঁকাগুলি ছোড়ে। শরিফ নামে একজনকে সে সময় পুলিশ আটক করে। দুপুর পর্যন্ত থেমে থেমে দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটতে দেখা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শহরের ফুলবাগানসহ বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল।

এদিকে শুক্রবার রাতে সিংড়া উপজেলার কয়াপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আগুন দেয় দূর্বৃত্তরা তবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া সিংড়া শহরের বিভিন্ন স্থানে ৬টি ককটেলের বিষ্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। হরতালে নাটোরে সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি একেবারেই কম। শহর ও মহাসড়কে র্যাব পুলিশ ও সেনা টহল অব্যাহত রয়েছে।

জেলার গুরুত্বপূর্ণ  মোড়গুলোতে বালুর বস্তা দিয়ে বাংকার তৈরী করে সেনা টহল ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অবরোধ ও হরতালের সমর্থনে শহরের আলাইপুর, স্টেশন ও বড় হরিশপুর এলাকায়  মিছিল সমাবেশ করেছে ১৮ দল।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন, ষ্টেশন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ ৯ রাউন্ড গুলি ছোড়ে। একজনকে আটকও করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.