আমাদের কথা খুঁজে নিন

   

দেশের ভাল কেউই চায় না!

I love politics. I want death of those who killed our Army officers. সত্যিকার অর্থে কি কোন রাজনীতিবীদ দেশের ভাল চান? মনেতো হয়না!!! আজকালকার দিনে রাজনীতি এক ব্যবসায় পরিণত হয়েছে। রাজনীতি করলেই সে সফল ব্যবসায়ী। কোন কারন ছাড়া হরতাল ডাকা মনে হয় যে কোন বিরোধী দলের জন্য একটি এজেন্ডা হয়ে দাড়িয়েছে। বিরোধী দলে সে আওয়ামী লীগই হোক বা বিএনপিও হোক যে দলই বিরোধী দলে থাকুক না কেন কোন কারণ ছাড়া হরতাল ডাকা একটা বাজে অভ্যাসে পরিণত হয়েছে। কোন কারণ ছাড়া এই অর্থে বললাম যে এই সকল হরতালে কি আদৌ জনগনের সমর্থন থাকে??? কোন হরতালেতো দেখলাম না যে নিজ দলের লোকজন ছাড়া সাধারণ জনগন মিছিল করছে বা মিটিং করছে বা প্রতিবাদ করছে।

তাহলে হরতাল যে ডাকা হয় সেটা কাদের স্বার্থে? দেশে আসলে দেশপ্রেমিক রাজনীতিবীদদের সংখ্যা একেবারেই কমে গিয়েছে। নেই বললেই চলে। এরা রাজনীতি করে ক্ষমতায় আসার জন্য। এরা রাজনীতি করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। জনগনের কথা বলে জনগনের মন ভুলিয়ে এরা ফায়দা লুটার চেষ্টা করে মাত্র।

বিএনপি গত রবিবারে যে হরতালটা ডাকলো সেটাতে ক্ষতি কাদের হয়েছে? তাদের নাকি সাধারণ মানুষের? ফেসবুকে বিভিন্নজনের স্ট্যাটাস দেখা যায় যে তারা বেশ খুশী হরতালে কারণ শীতের সকালে অফিস-স্কুলে যেতে হয় না, ঘুমিয়ে থাকা যায়, পরিবারের সাথে সময় কাটানো যায়। তবে এদের সংখ্যা নগন্য। বেশীরভাগ মানুষেই হরতালের বিরুদ্ধে। কোনভাবেই আমরা এই হরতাল সংস্কৃতি থেকে বেড়িয়ে আসতে পারছিনা। আর কতটা দিন আমাদের ভুগতে হবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.