আমাদের কথা খুঁজে নিন

   

সামনেই ধেয়ে আসছে বাস ভাড়ার বাঁশ !

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঘটেছে, গতকাল রাতে মিরপুর ১৪ থেকে ম্যাক্সি যোগে মিরপুর ১ আশার সময় শীতের বাতাসের সাথে বাস/ তেম্পু ভাড়া বাড়ানোর বেপারটি ধাক্কার মত গায়ে এসে লাগলো। হেল্পার অসীম ভাব নিয়ে বলল, "কাল কা থেহে ভাড়া ২ তেহা ভারব" যদিও ম্যাক্সিটি সিএনজি তে চলে। তারপর ও আমাদের কে নাকি আগামিকাল থেকে বেশি ভাড়া গুনতে হবে। সেলুকাস এই দেশ, সেলুকাস আমরা। আমরা দু চারজন হয়তো প্রতিবাদ করব, তারপর সয়ে যাবে। পাছার ভেতরে এই প্রথম ত বাঁশ ঢুকছে না, এর আগেই অনেকবার বিভিন্ন ভঙ্গিমায় বাঁশ ঢুকেছিল, ছোট্ট ঢেঁকুর গিলে বাঁশ হজম করে নেয়াই আমাদের কাজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.